Advertisement

Acidity Medicine: জিনট্যাক, অ্য়াসিলক-সহ অম্বলের আর কী কী ওষুধ খাওয়া যাবে না?

অম্বল-গ্যাস হলেই মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যাস অনেকের।  বিশেষ করে অ্যাসিলক, জিনট্যাক, র‌্যানট্যাক-সহ এমন কিছু ওষুধের চল রয়েছে। সেই সব ওষুধ খাওয়ায় ইতি পড়তে চলেছে। কারণ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রয়োজনীয় ওষুধের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকাতে নেই সল্ট র‌্যান্টিডাইন-সহ মোট ২৬টি ওষুধ। এই সল্ট ব়্যান্টিডাইনকে ওষুধ বিক্রি হয়ে থাকে অ্যাসিলক, জিনট্যাক, র‌্যানট্যাক ইত্যাদি নামে। যেহেতু সল্ট ব়্যান্টিডাইনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই কারণ মনে করা হচ্ছে এই ওষুধগুলো আর বাজারে পাওয়া যাবে না।

Advertisement
POST A COMMENT