scorecardresearch
 

Locket Chatterjee : এবার কি তবে লকেটও তৃণমূলের দিকে?

লকেট চ্যাটার্জি খুব বড় পরিবারের মেয়ে। তিনি হলেন গদাধর চট্টোপাধ্যায়ের বংশ। সেটা নরেন্দ্র মোদীও জানেন। সিনেমার যে লকেট চ্যাটার্জি, সেই জায়গা থেকে তিনি নিজেকে রূপান্তর করে একটা অন্য জায়গায় নিয়ে এলেন।

Advertisement
লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • লকেট বিজেপির খুব সক্রিয় একজন কর্মী
  • তিনি হলেন গদাধর চট্টোপাধ্যায়ের বংশ
  • সেটা নরেন্দ্র মোদীও জানেন

আজ আমাদের আলোচনার বিষয়বস্তু লকেট চ্যাটার্জি। লকেট বিজেপির খুব সক্রিয় একজন কর্মী। আমি লকেটকে খুব কাছ থেকে দেখেছি। তাঁকে যে কাজটা দেওয়া হয়, সেটা তিনি ভীষণ নিষ্ঠা সহকারে করেন। বিজেপির নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, লকেটকে গুরুত্ব দিয়েছেন বা দিচ্ছেন। সেই কারণে লকেটকে উত্তরাখণ্ডের মতো একটা রাজ্যের বিশেষ দায়িত্ব দেওয়া হল। 

লকেট চ্যাটার্জি খুব বড় পরিবারের মেয়ে। তিনি হলেন গদাধর চট্টোপাধ্যায়ের বংশ। সেটা নরেন্দ্র মোদীও জানেন। সিনেমার যে লকেট চ্যাটার্জি, সেই জায়গা থেকে তিনি নিজেকে রূপান্তর করে একটা অন্য জায়গায় নিয়ে এলেন। 

সিনেমার আর্টিস্ট লকেট চ্যাটার্জি। সেই মানুষটি কীভাবে একজন রাজনৈতিক কর্মী হয়ে গেলেন! তিনি তাঁর বেশ-ভূষাও কেমন বদলে ফেললেন! লাল পেড়ে সাদা শাড়ি পরে তিনি চারদিকে দৌড়চ্ছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সাংঘাতিক ভাবমূর্তি সম্পন্ন পশ্চিমবঙ্গের মহিলা নেত্রীর সঙ্গে কাউন্টার করতে গিয়ে তিনি জেলায় জেলায় লড়েছেন এবং লোকসভার সদস্যও হয়েছেন। বিধানসভার ভোটে লড়তেও তিনি পিছপা হননি। তাঁকে যখনই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সেই দায়িত্ব পালন নিষ্ঠার সঙ্গে করেছেন। 

অনেকে বলছেন, লকেটের এখন ফার্সস্টেশন এসেছে। এই ফার্সস্টেশন কিন্তু কেন্দ্রীয় নয়, রাজ্য নেতৃত্বকে নিয়ে। দিলীপ ঘোষ যখন ছিলেন তিনি চেষ্টা করেছেন। সুকান্ত মজুমদারের সঙ্গেও তিনি সমন্বয় সাধনের চেষ্টা করেন। কিন্তু এখন দলটা যেভাবে চলছে! সেখানে দায়িত্ব প্রাপ্ত নেতারা যেভাবে দলটাকে চালাচ্ছেন, তাতে মনে হচ্ছে, এইভাবে দলটাকে চালানো যেতে পারে না। এমনটা হওয়া উচিত নয়। এই প্রশ্নই তিনি দলের বৈঠকে তুলেছেন। 

অনেকে আবার বলছেন, লকেটের গোসা হয়েছে। মহিলা নেত্রী হিসেবে অগ্নিমিত্রা অনেক বেশি এক্সপোজার পাচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন রাজ্য নেতৃত্বের। সেখানে লকেট পাচ্ছেন না। সুতরাং, অনেক ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে। অনেকে বলছেন, না না, উনি আসলে কুণাল ঘোষের ঘনিষ্ঠ। অনেকে বলছেন, না না, ওঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আগে তো তৃণমূলের সঙ্গে তাঁর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিলই। সুতরাং, অনেকে অনেক কথা বলছেন। 

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনও নেতার সঙ্গে লকেটের যদি কোনও ব্যক্তিগত সম্পর্ক থাকে, সেটা অস্বাভাবিক কিসের? পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্যে সেখানে রাজ্য নেতাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক থাকাটাই তো স্বাভাবিক। এখন প্রশ্ন হল, যেভাবে জয়প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে চলে গেছেন, সেভাবে কি লকেটও যাবেন? এটা অনেকটা নির্ভর করবে বিজেপি নেতৃত্বের ওপরে। তারা লকেটকে ডেকে কোনও কথা বলবেন কিনা, লকেটকে তারা হারাতে চাইছেন কি চাইছেন না অথবা তারা কি চাইছেন যে লকেট চলে যান, নাকি তারা চাইছেন লকেট দলে থাকুন, সেটাও কিন্তু একটা মস্ত বড় ব্যাপার। তবে সন্দেহ নেই, লকেটকে কেন্দ্র করে একটা বিপদ কিন্তু বিজেপির জন্য ঘনিয়ে আসছে।  


 

Advertisement