Kolkata Messi Tourমেসিকে দেখতে গিয়েছিলাম। কিন্তু ফিরতে হচ্ছে খালি হাতেই। মাঠে সব ছিল, কিন্তু যার জন্য এত আয়োজন সেই মেসি কোথায়? আলাদা করে লিওনেল মেসিকে দেখতে পেলাম না। মাঠের ভিড়ের মধ্যে ক্যামেরা জুম করে খুঁজতে হল 'ভগবান'কে। আমার কাছে মেসি ভগবানই।
পুরো ঘটনাটা কী হল?
মাঠে ভিড় হবে জানতাম। তাই সকাল সাড়ে ৯টা নাগাদই মাঠে চলে গিয়েছিলাম। ১২টা নাগাদ মেসির আসার কথা ছিল। তিনি এলেন, কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। অনুষ্ঠানের শুরুতে অনীক ধর গান করলেন। শুভশ্রী এলেন। এগুলি সবই ঠিক ছিল। কিন্তু মেসিকে নিয়ে যে অনুষ্ঠানসূচি আমরা দেখেছিলাম, তা কিন্তু মানা হল না।
প্রথমে একটা ফুটবল ম্যাচ কিছুক্ষণ খেলা হল। তারমধ্যেই মেসি মাঠে এলেন। কিন্তু তাঁর সঙ্গে ছিল প্রায় ১০০-১৫০ জন লোক। এঁদের মধ্যে একদিকে যেমন ছিলেন মেসির নিজস্ব বাউন্সার, নিরাপত্তা রক্ষীরা, তেমনই রাজ্যের কিছু নেতা-মন্ত্রীরাও সর্বক্ষণ কার্যত আঠার মতো লেগেছিলেন মেসির সঙ্গে।
এমনিতেই মেসি এদিন একটা কালো টি-শার্ট পড়েছিলেন। অন্যদিকে, সিকিউরিটিরাও পড়েছিলেন কালো পোশাক। তার সঙ্গে ছিল শতাধিক লোকের ভিড়। সব মিলিয়ে মেসিকে আলাদা করে দেখাই যাচ্ছিল না। দর্শকাসন থেকে মেসি ছিলেন 'নিখোঁজ'। মাত্র ১০ মিনিট মাঠে থেকেই মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপরেই চটে যান দর্শকেরা। শুরু হয় বিশৃঙ্খলা।
কিছু প্রশ্ন উঠছে
যুবভারতীতে লিওনেল মেসিকে আনা হয়েছিল দর্শকদের জন্যই। সাধারণ মানুষেরা ১০ হাজার, ১২ হাজার টাকা দিয়েও টিকিট কিনেছিল। আমি নিজেও ৫ হাজার টাকার টিকিট কিনেছি। কিন্তু তাঁরা মেসিকে দেখতে পেলেন না। ১০ মিনিটের পুরো সময়টাই মেসির চারপাশে ঘিরে ধরেছিলেন রাজনৈতিক নেতারা। মেসি তো হোটেলে ছিলেন, সেখানে গিয়েও তো রাজনৈতিক নেতারা সেলফি তুলতে পারতেন, দর্শকদের জন্য সময়টা তো নির্দিষ্ট ছিল, তাহলে কেন এটা করা হল? আমরা কী এতগুলো টাকা দিয়ে নায়িকা বা রাজনৈতিক নেতাদের দেখতে গিয়েছিলাম? মেসিকে তো চোখের দেখাও দেখতে পেলাম না। শুধু স্ক্রিনেই মেসিকে দেখতে পেয়েছি।
ভুল বার্তা যাচ্ছে- মেসি মাঠে থাকাকালীন সময়ে কিছু হয়নি
আর একটি বিষয় আমার বলা দরকার, অনেক জায়গাতেই দেখছি বলা হচ্ছে, মেসি মাঠে থাকাকালীন দর্শকেরা বিশৃঙখ্ল হয়ে পড়েছিলেন। তা কিন্তু ঠিক নয়। আমি যতদূর দেখেছি, মেসি মাঠে থাকাকালীন সময়ে দর্শকেরা মেসির নাম ধরেই চিৎকার করছিল। নেতা-মন্ত্রীদের দূরে সরে যেতেও বলা হচ্ছিল। কিন্তু তা হয় নি। ১০ মিনিট পরে মেসি চলে যাওয়ার পরেই শুরু হয় আসল বিশৃঙ্খলা। সাধারণ দর্শকেরা যখন বুঝতে পারলেন, শতাধিক লোকের ভিড়ে মেসি যখন মাত্র ১০ মিনিটের জন্যই এসেছিলেন। আর তাঁকে দেখা যাবে না। তখনই সকলে ক্ষোভে ফেটে পড়েন।
পুরো স্ক্যাম করা হল
আজকের ঘটনা আসলে পুরোপুরি সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা হল। বিষয়টি আমার কাছে পুরোপুরি স্ক্যামের মতোই লাগল। এত কষ্ট করে গিয়েও মেসিকে দেখতে পেলাম না। এমনকী শাহরুখ খানকেও তো মাঠে দেখা গেল না, অথচ তাঁরও আসার কথা ছিল। পুরো বিষয়টাই আসলে আয়োজকদের ব্যর্থতা।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদন লেখকের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।