scorecardresearch
 

Panchayat Election 2023: 'কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে...' দুবরাজপুরে অনুব্রতর 'পাশে' মমতা

ফিরহাদ হাকিমের ফোন থেকে আজ জনসভায় ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রসঙ্গ তুললেন মমতা। বললেন, 'ওকে আটকে রেখে দিয়েছে, যাতে তৃণমূল কংগ্রেসটা না করতে পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।'

Advertisement
অনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়

হেলিকপ্টারের এমার্জেন্সি অবতরণে পায়ে চোট। যার নির্যাস, আজ অর্থাত্‍ সোমবার বীরভূমের দুবরাজপুরে ভার্চুয়ালি পঞ্চায়েত ভোটের প্রচার সভা সারলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফিরহাদ হাকিমের ফোন থেকে আজ জনসভায় ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রসঙ্গ তুললেন মমতা। বললেন, 'ওকে আটকে রেখে দিয়েছে, যাতে তৃণমূল কংগ্রেসটা না করতে পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।'

এদিন অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে মমতা ফের বার্তা দিলেন, অনুব্রতকে এখনও ঝেড়ে ফেলেনি দল। বস্তুত, গরু পাচার মামলায় দিল্লির তিহাড় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জল্পনা উঠছিল, পঞ্চায়েতের আগেই সম্ভবত অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিতে পারে তৃণমূল। কিন্তু তা হয়নি। মমতা জানিয়েছেন, বীরভূম জেলাটির সংগঠন তিনি নিজেই দেখবেন। একই সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকেও। 

আজ দুবরাজপুরে সভায় মমতা বললেন, 'কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে। কেউ যদি কোনও অন্যায় করে কোর্ট তাকে শাস্তি দিক। এদিকে কোর্টে কিছু প্রমাণ করতে পারছে না। '

আরও পড়ুন

পায়ের চোট প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, 'ভুল বুঝবেন না, আমার ৮, ১০ দিন লাগবে। তারপর আমি বেরোতে পারবো। তারপর আমার ছোটখাটো অপারেশন করতে হবে। আমার হাঁটুতে জোর লেগেছে।'

এদিন বিজেপি-কে বিঁধতে গিয়ে দুবরাজপুরের সভায় মণিপুরের প্রসঙ্গও টানলেন মমতা। বললেন, 'মণিপুরের পরিস্থিতি দেখুন। এগুলো বিজেপি করাচ্ছে। সংখ্যালঘুদের ভুল বার্তা দেওয়া হচ্ছে, সিপিআইএম কত মানুষ কে মেরেছে। তাদের হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে। জঙ্গলমহলে বিজেপি টাকা দিচ্ছে, কার কত কেলেঙ্কারি আছে, সেই তথ্য আমাদের কাছে আছে।'

Advertisement

কয়েকদিন আগেই পটনায় নীতীশ কুমারের বাসভবনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, আরজেডি সহ ১৫টি বিরোধী দলের বৈঠকে যোগ দেন মমতা। সেই বৈঠকে রাহুল গান্ধীও ছিলেন। কিন্তু আজ দুবরাজপুরের সভায় সেই কংগ্রেসকে একহাত নিলেন তৃণমূলনেত্রী। বললেন, 'কংগ্রেস দিল্লিতে বলছে একসঙ্গে লড়ব, বাংলাতে বলছে এসো মমতার বিরুদ্ধে লড়াই করব। দুই রকম লাড্ডু তো হয় না।'

Advertisement