Dr. Nirmal Maji: রাতবিরেতে স্ট্রংরুমে MLA নির্মল মাজি? গুরুতর অভিযোগ, ওদিকে আজও তপ্ত কোচবিহার

উলুবেড়িয়ায় স্ট্রং রুমে ঢুকেছে খোদ বিধায়ক এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়া-২ ব্লকের স্ট্রং রুমে। জানা গেছে, ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি স্কুলে উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের স্ট্রং রুম হয়েছে।

Advertisement
রাতবিরেতে স্ট্রংরুমে MLA নির্মল মাজি? গুরুতর অভিযোগ, ওদিকে আজও তপ্ত কোচবিহারফাইল ছবি।
হাইলাইটস
  • উলুবেড়িয়ায় স্ট্রং রুমে ঢুকেছে খোদ বিধায়ক।
  • এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা।

উলুবেড়িয়ায় স্ট্রং রুমে ঢুকেছে খোদ বিধায়ক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়া-২ ব্লকের স্ট্রং রুমে। জানা গেছে, ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি স্কুলে উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের স্ট্রং রুম হয়েছে। সেখানেই রয়েছে শনিবার হয়ে যাওয়া ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের উলুবেড়িয়া দু- নাম্বার ব্লকের বিভিন্ন বুথের ব্যালট বাক্স। বিরোধীদের অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে সেখানেই লোকজন নিয়ে ঢোকেন এলাকার বিধায়ক নির্মল মাজি।

আঁটোসাটো নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন জনপ্রতিনিধি স্ট্রং রুমে ঢুকলেন এই নিয়েই প্রশ্ন তুলে এদিন বিক্ষোভে সরব হয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীরা। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সমস্ত দলের কয়েক হাজার কর্মী-সমর্থক স্ট্রংরুমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, অবিলম্বে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের বিডিও। প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ চলার পর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ।

অন্যদিকে ফের ভোট হচ্ছে আজ। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসছে। কোচবিহারে হিংসা বজায় রয়েছে। কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে কংগ্রেস প্রার্থী নুরনাহার বিবির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তারা তার বাড়িতে বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। পাশাপাশি, এলাকায় পাথর ছোড়ার খবর পেয়ে মুর্শিদাবাদের খড়গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
 

 

POST A COMMENT
Advertisement