পঞ্চায়েত ভোটের দিন হাওড়ায় (Howrah) ভোট লুঠ রুখতে এসে আক্রান্ত হলেন সিপিএম (CPIM) নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar) এবং তাঁর মা দীপিকা ধর। জানা গেছে, রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় দীপ্সিতাকে। অন্যদিকে, তাঁর মা দীপিকা ধরকে ভোটকেন্দ্রে হেনস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। দুটি ঘটনাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাম শিবির।
সিপিএমের অভিযোগ, বালির ঘোষপাড়া বালিকা বিদ্যাপীঠে অবাধ ছাপ্পা ভোট হচ্ছিল বলে খবর পান দীপ্সিতা। দ্রুত তিনি ওই বুথে পৌঁছোন। সেসময় তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বেদম মারধর করা হয় যুব নেত্রীকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুধু তাই নয়, নিশ্চিন্দা বীণাপাণি স্কুলে সিপিএম প্রার্থী তথা দীপ্সিতার মা দীপিকা ধরকেও হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তিনি জানান, সকাল থেকেই ছাপ্পা ভোটের খবর আসছিল। এরপর ঘটনাস্থলে যান দীপিকাদেবী ও তাঁর নির্বাচনী এজেন্ট। অভিযোগ, এক মহিলা তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেন। ধাক্কাধাক্কি শুরু করে। এমনকী তাঁকে চড়ও মারা হয়।