Suvendu Adhikari: উপমুখ্যমন্ত্রিত্বের অফার ছিল? পঞ্চায়েতের মুখে বিস্ফোরক দাবি শুভেন্দুর

বুধবার পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের দুবদায় শুভেন্দু জানান, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়ার মুখে তাঁকে শেষ মুহূর্তে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজ্যের শাসকদল।

Advertisement
উপমুখ্যমন্ত্রিত্বের অফার ছিল? পঞ্চায়েতের মুখে বিস্ফোরক দাবি শুভেন্দুরফাইল ছবি।
হাইলাইটস
  • তৃণমূল তাঁকে উপমুখ্যমন্ত্রী করতে চেয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।
  • এমনটাই দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

তৃণমূল তাঁকে উপমুখ্যমন্ত্রী করতে চেয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এমনটাই দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবার পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের দুবদায় শুভেন্দু জানান, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়ার মুখে তাঁকে শেষ মুহূর্তে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজ্যের শাসকদল। তবে তিনি সেই প্রস্তাবেও তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তবে তৃণমূলের অভিযোগ, শুভেন্দু সিবিআইয়ের হাতে গ্রেফতারির ভয়ে বিজেপিতে গিয়েছেন।

বুধবার ভোটের প্রচারে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু দাবি করেন, ২০২০ সালের ডিসেম্বরে দলবদলের আগে শেষ মুহূর্তে তাঁকে ধরে রাখতে মরিয়া ছিল রাজ্যের শাসক দল তৃণমূল। তিনি বলেন, ‘‘আমি ওই সময় পাঁচটা দফতরের মন্ত্রী ছিলাম। সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদ, এইচআরবিসি। সব ফেলে চলে এসেছিলাম। ছুড়ে ফেলে চলে এসেছিলাম। লাস্ট ১ ডিসেম্বর ২০২০ উপমুখ্যমন্ত্রীর অফার দিয়েছিল। সেটাও ছুড়ে ফেলে দিয়ে এসেছি।’’ 

যদিও শুভেন্দুর ওই দাবি নস্যাৎ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘শুভেন্দু এত কথা বলছেন, সিবিআইয়ের এফআইআরের কথাটা বললেন না। আসলে সিবিআইয়ের হাতে গ্রেফতারির ভয়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। সেটা বলুন। এ সব কাল্পনিক কথা বলে কী লাভ। নন্দীগ্রাম-সহ গোটা পূর্ব মেদিনীপুর এবং গোটা রাজ্যে হার নিশ্চিত জেনে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন শুভেন্দু।” 
 

 

POST A COMMENT
Advertisement