কোচবিহারে BJP-কে টেক্কা TMC-র, 'মানুষের রায়কে ধন্যবাদ', বললেন নিশীথ

West Bengal Panchayat Election 2023 result Coachbehar: শেষ পাওয়া খবর পর্যন্ত কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গেল তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি তৃণমূলের দখলে।

Advertisement
কোচবিহারে BJP-কে টেক্কা TMC-র, 'মানুষের রায়কে ধন্যবাদ', বললেন নিশীথকোচবিহারে BJP-কে টেক্কা TMC-র, 'মানুষের রায়কে ধন্যবাদ', বললেন নিশীথ
হাইলাইটস
  • কোচবিহারে BJP-কে টেক্কা TMC-র
  • 'মানুষের রায়কে ধন্যবাদ', বললেন নিশীথ
  • নিজের গ্রামে মুখরক্ষা কেন্দ্রীয় মন্ত্রীর

West Bengal Panchayat Election 2023 result Coachbehar: কোচবিহারে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ পাল্লা ভারী তৃণমূলের দিকে। কিছু জায়গায় বিজেপি (BJP) জিতলেও বেশিরভাগই ঘাসফুলবাহিনীর (TMC)-র দখলে। বহু জায়গায় কড়া লড়াইয়ের পর হাতেগোণা কয়েকটি ভোটে হেরে গিয়েছে বিজেপি। কেউ কেউ আবার তৃণমূলের কাছে হারের পর আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন। তৃণমূলের সন্ত্রাসে ঘরবাড়িছাড়া হতে পারে বলে অভিযোগ করে। কোচবিহার সহ উত্তরবঙ্গ ও রাজ্যের ভোটের ফলের ট্রেন্ড দেখে পরিষ্কার তৃণমূলের হাতেই যাচ্ছে বেশিরভাগ আসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন,"জয় বড় কথা নয়, মানুষ চোখে চোখ রেখে লড়াই করেছে এটাই বড় কথা। একাধিক আসনে বিজেপি জয়ী হচ্ছে বলে খবর আছে। এই রায়, মানুষের রায়। তাদের ধন্যবাদ।"

পঞ্চায়েত নির্বাচনে তীব্র লড়াই করেও শেষমেশ হেরে গিয়েছেন এক বিজেপি প্রার্থী। নিশীথ প্রামাণিককে (Union Minister Nisith Pramanaik) সামনে পেয়ে পা ধরে কেঁদে ফেলেন পরাজিত বিজেপি প্রার্থী। নিশীথ প্রামাণিকের পা ধরে পরাজিত সেই প্রার্থী বলতে থাকেন, “দাদা আমি আর গ্রামে ফিরতে পারব না। আমার বাড়িতে ভাঙচুর চলবে।” আতঙ্কিত ওই প্রার্থীকে নিশীথ প্রামাণিক আশ্বস্ত করেছেন, তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। তারপরও ওই মহিলা অবশ্য কাঁদতে থাকেন। অন্যদিকে নিশীথের নিজের গ্রাম ভেটাগুড়িতে জয়ী বিজেপি। নিশীথ বললেন, “গণতন্ত্রের জয় হয়েছে। যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছেন, সেখানে নিশ্চিতভাবে বিজেপিই জিতেছে। আর যেখানে যেখানে ছাপ্পা হয়েছে, ভোট লুঠ হয়েছে, সেখানে তৃণমূল জিতেছে। এটা কিন্তু পুরো বাংলার মানুষ দেখেছেন।”

এদিন সকালে বিজেপি প্রার্থী জিততেই ব্যালট পেপারে জল ঢেলে দিয়েছিলেন এক তৃণমূল প্রার্থী। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর কোচবিহার ১ ব্লকে গণনাকেন্দ্রে দুটি ব্যালট পেপার খেয়ে ফেলে তৃণমূলের কাউন্টিং এজেন্ট। জিরানপুর গ্রাম পঞ্চায়েতের ৪/২১০ নম্বর বুথের ভোট গণনা চলছিল। গণনা শেষের পরও দুটি ব্যালট নিয়ে বিতর্ক বাধে। এ নিয়ে বচসা থেকে হাতাহাতিও হয়। এর পরই ওই দুটি ব্যালট পেপার সটান মুখে পুরে দেন তৃণমূল প্রার্থীর কাউন্টিং এজেন্ট পরিতোষ রায়। পুলিশ ওই কাউন্টিং এজেন্টকে আটক করেছে।

Advertisement

শেষ পাওয়া খবর পর্যন্ত কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গেল তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি তৃণমূলের দখলে।

POST A COMMENT
Advertisement