পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলেছে। গত চারদিনে একের পর এক ঘটনা সামনে আসছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এখনও চলছে অশান্তি। বৃহস্পতিবার ভাঙড়ে মনোনয়ন জমাকে কেন্দ্র যে উত্তেজনা ছড়িয়েছিল, তাতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এবার সেই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।
আদালতের পর্যবেক্ষণ, মনোনয়ন জমা দিতে যাওয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য পুলিশ! প্রার্থীদের পুলিশি পাহারা দিয়ে মনোননয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশও মানা হল না। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর নির্দেশে জানান, এই পুরো ঘটনা নিয়ে রাজ্যকে ব্যাখ্যা দিতে হবে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।
বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থা, ভাঙড়ের এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যাতে প্রার্থীদের এসকর্ট করে নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করে। সেই মতো পুলিশ যখন প্রার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছিল, সেখানেই হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে রাজ্যে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নিয়ে বৃহস্পতিবারই মুখ খুলেছে রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয়েছে, তাদের হিসাবে এই ভোটে এখনও পর্যন্ত মৃত্যুর খবর আসেনি।