WB Panchayat Polls 2023: রাজীব সিনহা থাকছেন? মমতা বললেন, 'ইমপিচমেন্ট ছাড়া সরানো সম্ভব নয়'

বিরোধী বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে পাটনার বিমান ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ও আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বলেন রাজ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট প্রক্রিয়া ছাড়া সরানো সম্ভব নয়।

Advertisement
রাজীব সিনহা থাকছেন? মমতা বললেন, 'ইমপিচমেন্ট ছাড়া সরানো সম্ভব নয়' রাজ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট প্রক্রিয়া ছাড়া সরানো সম্ভব নয়, বললেন মুখ্যমন্ত্রী

বিরোধী বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে পাটনার বিমান ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ও আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বলেন রাজ্য নির্বাচন কমিশনারকে  ইমপিচমেন্ট প্রক্রিয়া ছাড়া সরানো সম্ভব নয়।

গতকালই কলকাতা হাইকোর্টে  ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। এমনকী প্রয়োজনে তাঁকে পদত্যাগ করার 'পরামর্শ' দেয় উচ্চ আদালত। এই আবহে গতকাল রাতেই জানা যায়, রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরণের কোনও তথ্য তাঁর কাছে নেই। মুখ্যমন্ত্রী বলেন, প্রক্রিয়া মেনেই রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ হয়েছে। সেইসঙ্গে তাঁর বক্তব্য, বিচারপতিদের যেভাবে সারতে হয় সেই ভাবেই ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনারকে সরাতে হয়, যে প্রক্রিয়া যথেষ্ট জটিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথায়,  'আমাদের কাছে এরকম কোনও তথ্য নেই। এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। উনিই কমিশনারের নামে অনুমোদন দেন।' 

প্রসঙ্গত,  গতরাতে জানা যায়, রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। খবর উঠে আসে  রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি। তা রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আবহে রাজভবনের এই সিদ্ধান্তে রাজীব সিনহার নিয়োগের বৈধতা প্রশ্নের মুখে পড়ে যায়। কারণ রাজ্যপাল এই নথি গ্রহণ করলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এর আগে গত শনিবার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল বোস। কিন্তু রাজভবনে হাজির হননি রাজীব সিনহা। যদিও মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন ইমপিচমেন্ট প্রক্রিয়া ছাড়া রাজীব সিনহার অপসারণ সম্ভব নয়। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব সিনহাও বলেন, 'এমন কোনও তথ্য পাইনি।'
 

Advertisement

 
 

 

 

POST A COMMENT
Advertisement