পঞ্চায়েত ভোটের পরই কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য টাকা ছিনিয়ে আনার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আসানসোলের বারাবনিতে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে তৃণমুলের সাধারণ সম্পাদক বলেন,'ভোট মিটলে দেড়মাসের মধ্যে ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনব। অনেক বাবা-বাছা করেছি। অনেক সৌজন্যের রাজনীতি দেখিয়েছি। আর নয়।'
এ দিন আসানসোল ছাড়া বীরভূমেও প্রচার সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো করেন। বারাবনির সভায় অভিষেক বলেন,'আমরা ঈশ্বরের সামনে মাথানত করব, দিল্লির কাছে নয়। এটাই অচ্ছে দিনের নমুনা? এলপিজি গ্যাসের দাম ১২০০ টাকা।' তাঁর সংযোজন,আমরা দিল্লি গিয়ে লড়াই করব। ১০০ দিনের কাজে বাংলার প্রাপ্য ৭৭০০ কোটি টাকা আটকে রেখেছে। এটা শুধু বাংলায় করেছে, অন্য রাজ্যগুলির ক্ষেত্রে নয়। ভোট মিটলে দেড়মাসের মধ্যে ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনব। অনেক বাবা-বাছা করেছি। অনেক সৌজন্যের রাজনীতি দেখিয়েছি। আর নয়।
বারাবনির সভায় অভিষেক বলেন,'বিজেপি সরকারকে উৎখাত করতেই হবে৷ কেন্দ্রের যে সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে, তাদের দলকে একটাও ভোট নয়। যতই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাক না কেন, আমরা তৃণমূলের কাছে কিছুতেই মাথা নত করব না। বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করব না।
লোকসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের কথা স্মরণ করিয়ে অভিষেকের বার্তা,আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল বিজেপির থেকে আসন ছিনিয়ে নিয়েছে। পঞ্চায়েত ভোটে সেই জয়ের ধারা বজায় রাখতে হবে। নবজোয়ার কর্মসূচির কথা মনে করিয়ে তিনি বলেন,'নবজোয়ারে ঘোষণা করেছিলাম, মানুষের ভোটেই প্রার্থী ঠিক করা হবে। সেটাই হয়েছে। যারা ভোটে দাঁড়িয়েছেন, তাঁরা কেউ তৃণমুলের প্রার্থী নন। সকলেই মানুষের বাছাই করা প্রার্থী। তাঁদের জিতিয়ে প্রমাণ করতে হবে, মানূষের জোর বেশি, গায়ের জোরের নয়।'
অ