গ্রাম দখলের লড়াইয়ে এগিয়ে গেল তৃণমূল। এরপর রয়েছে বিজেপি ও বাম-কংগ্রেস জোট। প্রাক্ নির্বাচন থেকে নির্বাচনের সময় বাংলায় জুড়ে চলে ব্যাপক হিংসা-রক্তলীলা। রাজ্যে অন্তত ৪১ জন প্রাণ হারায়। এরপর সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়। ১১ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। ভোট গণনার শুরুর পর থেকে লাগাতার অশান্তির খবর উঠে এল। রাতে ফের অশান্ত হয় ভাঙড়। এই সংক্রান্ত সমস্ত খবর পেতে চোখ রাখুন bangla.aajtak.in-এ।
রাজ্যের পঞ্চায়েত ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচনের কাছে কৈফিয়ত তলব করে যে উত্তরগুলি পাওয়া গিয়েছে তা যথেষ্ট নয়। প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই মনে করছে কলকাতা হাই কোর্ট। পঞ্চায়েত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণের কথা জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে মামলাকারীদের সব তথ্য আদালতে জমা দিতে হবে।
হাওড়ায় ৪২টি জেলা পরিষদই দখল করল তৃণমূল কংগ্রেস। ১৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিই শাসকদলের। ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫২টি তৃণমূলের দখলে। ১টি পেয়েছে বিজেপি, অন্যান্যরা পেল ৪টি আসন।
পঞ্চায়েত হিংসা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ৪ সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। ৭ দিনের মধ্যে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডাকে রিপোর্ট দেবেন তাঁরা।
ভোট ও গণনা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের প্রধান বিচারপতির। পুরো বিষয়টি ফের বিবেচনা করার নির্দেশ দেন তিনি। রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
পূর্ব মেদিনীপুর দখলে নিল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদ গঠন করছে শাসকদল। বিরোধীদের ঝুলিতে ১৪টি আসন।
উত্তর দিনাজপুরে ২৬টি জেলা পরিষদের মধ্যে ২৩টি জিতল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস জিতেছে ৩টি আসন। জেলা পরিষদ গড়ছে তৃণমূল কংগ্রেস।
নিউটাউনে উদ্ধার তাজা বোমা। নিউটাউনের গৌরাঙ্গনগর নতুন পল্লির সাহা মার্কেটের কাছে একটি ঝোপের মধ্য থেকেই বোমাগুলি উদ্ধার হয়। একটি বাজারের ব্যাগের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।
হুগলির জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। হুগলিতে জেলা পরিষদের ৫৩টি আসন। তার মধ্যে ৫১টিতে তৃণমূল জয়ী হয়েছে। দু’টি আসন পেয়েছে বিজেপি। ১৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৭টি এবং ২০৭টি গ্রাম পঞ্চায়েতের ১৮৯টিতে তৃণমূল জয়ী হয়েছে।
মঙ্গলবার রাতে গণনাকেন্দ্রে ঢুকে বিরোধী প্রার্থী এবং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের।
হাওড়ায় ৪২টি জেলা পরিষদের মধ্যে ৩৫টিই তৃণমূলের দখলে। ১৪টি পঞ্চায়েত সমিতির ১১টিতে জয়ী শাসকদল। ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩৫টি তৃণমূল কংগ্রেসের দখলে।
বগটুইকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যেরা অনেকেই এ বছর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে দুই স্বজনহারা ভোটে জিততে পারেননি। তৃণমূল প্রার্থীদের কাছে তাঁরা পরাজিত হয়েছেন।
উত্তর দিনাজপুর জেলায় জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে ২৬টি আসনই তৃণমূল কংগ্রেস পেল। বিরোধীদের ভাগ্যে একটিও আসন জুটল না।
রাতভর হিংসা, গুলি, বোমাবাজিতে ভাঙড়ে মৃত বেড়ে ৩। বাড়ির অদূরে পুকুরপাড় থেকে এক ব্যক্তি দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে রায়দিঘির কাশীনগর গ্রাম পঞ্চায়েতে চাঁদপাশা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপ্লব হালদার (৪৪)। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে কারা ফোনে ডেকে নিয়েছিল। আজ ভোরে বাড়ির কাছাকাছি পুকুরপাড় থেকে তার দেহ মেলে। পুলিশ দেহ উদ্ধার করেছে।
পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। বললেন, 'এই পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের উপহাস করা হল। নির্বাচন কমিশন, পুলিশ ও শাসকদল এক হয়ে হিংসায় প্রশ্রয় দিল গোটা বাংলাজুড়ে। যার নির্যাস, ৪০ জনের বেশি মৃত।'
ভোট গণনায় কারচুপি চলছে। অভিযোগ তুলে গণনা কেন্দ্রের সামনে ধর্ণায় বসলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। জিতলেও বিজেপি প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে বলে দাবি। প্রতিবাদে মালদার হবিবপুরে বিজেপির বিক্ষোভ চলছে। বিক্ষোভে সামিল বিজেপি সাংসদ খগেন মুর্মু, উত্তর মালাদার সংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, সহ বিজেপি নেতৃত্ব।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাতভর পুলিশ ও আইএসএফ সংঘর্ষ। দেদার বোমাবাজি, গুলিতে মৃত বেড়ে ২। দুজনেই আইএসএফ কর্মী বলে জানা গিয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের গায়েও গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙড়জুড়ে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে।
জেলা পরিষদে এখনও পর্যন্ত জেলা পরিষদের রেজাল্টে দেখা যাচ্ছে, ৮৩টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। একটি জেলা পরিষদ সিপিআইএম-এর দখলে। কংগ্রেস, বিজেপি ও অন্যান্যরা কোনও জেলা পরিষদ পাননি এখনও।
পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত ২৭ হাজার ৩৭৩টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ৭ হাজার ১৫টি আসনে জিতেছে বিজেপি। সিপিআইএম জিতেছে ২ হাজার ৩৯৬টি আসনে। কংগ্রেস জিতল ১ হাজার ৮১১টি আসনে। অন্যান্যরা জিতেছে ২ হাজার ৪০৬টি গ্রাম পঞ্চায়েত।
মুর্শিদাবাদ জেলার ২৫০টি পঞ্চায়েতে মোট আসন ৫৫৯৩। ভোট হয়েছে ৫৫৯১ টি আসনে। তৃণমূল জয়ী ২৬৮৩টি আসনে। বিজেপি ৫০২, সিপিআই ২, সিপিএম ৫০৬, কংগ্রেস ১০৬১,ফরওয়ার্ড ব্লক ২, নির্দল ১৯৮টি আসনে জয়ী। ত্রিশঙ্কু ৩৬টি আসন। পঞ্চায়েত সমিতির মোট আসন ৭৪৮। ভোট হয়েছে ৭৪৭ আসনে। তৃণমূল ৩০০ আসনে জিতেছে, বিজেপি ৩৩টি, সিপিএম ৩৫টি, কংগ্রেস ৭৫টি, আরএসপি ২টি, নির্দল ৪ টি আসনে জয়ী। জেলা পরিষদের ৭৮টি আসনের মধ্যে তৃণমূল ২৮টি আসনে জয়ী, এগিয়ে ২০টি আসনে।কংগ্রেস ২টি এবং সিপিএম ১টি আসনে জয়ী।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাতভর পুলিশ ও আইএসএফ সংঘর্ষ। দেদার বোমাবাজি, গুলি। মৃত্যু হল ১ আইএসএফ কর্মীর। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের গায়েও গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙড়জুড়ে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে।