Advertisement

TMC Nabajoyar: অভিষেকের নবজোয়ার শেষ হচ্ছে শুক্রবার, কতটা লাভ বা ক্ষতি? বিশ্লেষণে জয়ন্ত ঘোষাল

অভিষেকের নবজোয়ার কর্মসূচির মাধ্যমে নিঃশব্দে তৃণমূলে একটা উত্তরাধিকার বদল দেখা গেল। এভাবেই জেলায় জেলায় যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রধান সেনাপতি হিসেবে ঘুরেছেন অভিষেক। চালিয়ে গিয়েছেন পঞ্চায়েতের প্রার্থী বাছাইও। বিপুল জনসমাগম হয়েছিল অভিষেকের কর্মসূচিতে। এদিকে, বিজেপির মূল আক্রমণের লক্ষ্য মমতার থেকেও হয়ে উঠেছেন অভিষেক। সুতরাং নবজোয়ার কর্মসূচিতে লোকসানের চেয়ে বেশি লাভ হয়েছে অভিষেকের। বিশ্লেষণ করলেন জয়ন্ত ঘোষাল।

Advertisement
POST A COMMENT