Advertisement

Panchayat Result 2023: ভাঙড়ে গণনাকেন্দ্রের পাশে মুড়ি-মুড়কি তাজা বোমা, রাতে যে কী হয়েছে বোঝাই যাচ্ছে?

পঞ্চায়েত ভোটের রেজাল্ট বেরতেই ভাঙড়ে দিকে দিকে ফের গণ্ডগোলের ছবি সামনে এসেছে। এবার গণনা কেন্দ্রের সামনে মুড়ি-মুড়কির মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেলো তাজা বোমা। মঙ্গলাবারের মত বুধবারও ভোটের কাউন্টিং চলছে জেলায় জেলায়। দক্ষিণ 24 পরগণার ভাঙ্গারেও সকাল থেকে ভোটের গণনার কাজ চলছিল। হঠাৎই কাউন্টিং সেন্টার থেকে কিছুটা দূরে রাস্তার পাশে বেশ কিছু তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই বোমের আতঙ্ক ছড়িয়ে পরে গোটা গ্রাম জুড়ে। খবর পাওয়া মাত্রই পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছয়। ডাকা হয় বোম্ব স্কোয়াডকে। খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিল আমাদের আজতক বাংলার প্রতিন্বিধি। সেখানের পরিস্থিতি ঠিক কী রকম তার কাছ থেকেই শুনে নেবো।

Bhangore Bomb Rescued

Advertisement