Advertisement

Panchayat Result Bhangore: ভোটে জিতেই TMC-র পার্টি অফিস গুঁড়িয়ে দিল ISF, পুরো হাড্ডাহাড্ডি T-20 ম্যাচ

ভোটের রেজাল্ট বেরনোর পরই উতপ্ত দক্ষিণ 24 পরগনা। গাজীপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করল জমি কমিটি এবং আইএসএফের কর্মীরা। জয়ের পরেই আবির খেলায় মেতে ওঠেন আইএসএফের কর্মীরা। তারপরই তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। এরপরই এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাশিপুর থানার পুলিশ চারজনকে আটক করেছে। কে বা কারা এই ভাঙচুর চালাল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bhangore TMC ISF Clash

Advertisement