Advertisement

Panchayat Result 2023: 'দখল হল মামাবাড়ি, এবার নেব কালীঘাট', অভিষেকের মামি হেরে গেলেন

বীরভূম জেলার কুশুম্বা গ্রাম পঞ্চায়েত সমিতিতে এবারের তৃণমূল প্রার্থী ছিলেন পম্পা মুখার্জি। এই পম্পা মুখার্জি হলেন অভিষেক বন্দ্যোপ্যাধায়ের মামি। আর তার বিপরীতে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন- সুদেষ্ণা মুখার্জি। ভোটের ফলাফল বেরতেই দেখা যায় যে- বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখার্জির কাছে 36 ভোটে হেরে যান অভিষেক বন্দ্যোপ্যাধায় মামি পম্পা মুখার্জি। আর তাতেই শোরগোল পরে গিয়েছে এলাকায়। কারণ ভোট কাউন্টিং-এর সময় দেখা গিয়েছিল যে পম্পা মুখার্জি বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখার্জির থেকে 6 ভোটে এগিয়ে ছিলেন। তবে রিকাউন্টিং-এর পর তা একেবারে উল্টে যায়। মানে 6 ভোটে এগনোর পিছনে 36 ভোটে হেরে গিয়েছেন পম্পা মুখার্জি। আর এই ঘটনার পর বিজেপি কর্মীরা ফেসবুকে পোস্ট করতে শুরু করেছে- দখল হলো মামার বাড়ি, এবার নেবো কালীঘাট।

Birbhum Panchayat Result Update

Advertisement