দক্ষিণ ২৪ পরগনার বনহুগলি হাইস্কুল প্রাঙ্গণে কংগ্রেসের একটা পথসভা থেকে তৃণমূলকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সম্পাদক সুমন রায় চৌধুরীর। সভা থেকে তিনি বলেন, 'কংগ্রেসের কোনও কর্মীর গায়ে হাত পড়লে চামড়া গুটিয়ে দেব।' আর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেদিনের সভায় উপস্থিত ছিলেন বাম ও কংগ্রেসের স্থানীয় নেতা-নেত্রীরা।