Advertisement

Kharagpur CPM Candidate Joins TMC: সিপিএমের টিকিটে জিতে তৃণমূলে জয়ী প্রার্থী, পঞ্চায়েতের দখল শাসক দলের হাতে

CPM-এর টিকিটের জিতে তৃণমূলে যোগ দিলেন খড়্গপুরের বড়কলা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী আফরোজা বেগম। এর ফলে বড়কলা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন আফরোজা-সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক

Advertisement
POST A COMMENT