Advertisement

Panchayat Result Murshidabad: TMC প্রার্থী ও তাঁর স্বামীকে রাস্তায় মারধর, অভিযোগ CPM-র বিরুদ্ধে, এতটা উলটপুরাণ!

TMC মহিলা প্রার্থী ও তার স্বামীকে রাস্তায় আটকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর হাই স্কুল মোড় সংলগ্ন এলাকায়। তৃণমূল মহিলা প্রার্থী ও তার স্বামীকে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর ও এজেন্ট কার্ড কেড়ে নেয়ার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, হরিহরপাড়ার গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মামনি বিবি ও তার স্বামী মহিবুল মন্ডল যখন গণনা কেন্দ্রে যাচ্ছিলেন তখন তাদের পথ আটকায় সিপিএম কর্মীরা এমনই অভিযোগ। তাদের মধ্য়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই রাস্তা আটকে তাদের মারধরও করা হয়। যদিও তৃণমূলের তরফে যে অভিযোগ করা হয়েছিল তা মানতে নারাজ সিপিএম।

Murshidabad Panchayat Election Result

Advertisement