Advertisement

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী vs অভিষেক বন্দ্যোপাধ্যায়: 'অভিষেক নাবালক!​ পরিবারের পরিচয়ে নেতা হয়েছেন'

শুভেন্দু অধিকারী vs অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বলছে আমায় দেখ অন্যজন বলছে আমায় দেখ। একজন বলছেন ভাইপো, অন্যজন বলছেন মীরজাফর। এবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাবালকের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের সভাতে যোগ দেওয়ার আগে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দর পৌঁছন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাবালক বলে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু।

Panchayat Election 2023 jailpaiguri Suvendu Adhikari.

Advertisement