শুভেন্দু অধিকারীর সভাকে বাতিল করে ওই জায়গায় সভা করার অনুমতি পেল TMC। বিরোধী দলনেতা যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে এক হাত নেবেন বলে মনে মনে প্রস্তুতিও সেড়ে ফেলেছিলেন, সেই সভামঞ্চও খুলে ফেলতে হল। BJP এমনিতেই দাবি করে, রাজ্য পুলিশ নাকি তাদের সভা করতে অনুমতি দেয় না। কিন্তু BJP-র সভার সাক্ষী তো কম বেশি আমরা সবাই থাকি। এবার যে কাণ্ডটা হল, তাতে এই দোষারোপের পাল্লাটা আরও একটু ভারী হয়ে গেল যাকে বলে। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক বাজারে পঞ্চায়েতের উত্তাপ বাড়াতে শুভেন্দু অধিকারীর জন্য একটি সভার আয়োজন BJP একেবারে সেড়েই ফেলেছিল। এই সভার জন্য তারা দিন দুয়েক আগে পুলিশের অনুমতিও নিয়েছিল। কিন্তু তাতেও BJP সভা করতে পারল না। কিন্তু এমনই বা হল কেন? BJP-র অভিযোগ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা আগে তারা অনুমতি নেয়। কিন্তু পরে তাতে বদল আনে তমলুক থানা। আবার সভার অনুমতি নিতে BJP-র নেতা কর্মীরা গেলে, বলা হয় সেখানে শুভেন্দু অধিকারীর সভা করা যাবে না। কারণ TMC নাকি ওই তারিখে ওই মাঠেই সভা করার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রেখেছে। তাই অগত্যা BJP কর্মীদের সভামঞ্চের সবকিছু খুলে নিতে হয়। তাঁরা যে বিষয়টা নিয়ে TMC-কে খোঁচা দেবে তা হয় নাকি।
Panchayat Election 2023 Suvendu Adhikari in Purba Bardhman.