Advertisement

Panchayat Election Result 2023 : মমতার মোকাবিলায় কি রাজ্য বিজেপির যোগ্য মুখ রয়েছে? বিশ্লেষণে জয়ন্ত ঘোষাল

পঞ্চায়েত ভোটের ফল দেখিয়ে দিল, তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা এখনও বেশি। এই ভোটের ফল কি ২০২৪ সালেও পুনরাবৃত্তি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভোটব্য়াঙ্ক রয়েছে। এবারও সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাতে পারেনি বিরোধীরা। মমতার মোকাবিলা করতে বিজেপির দরকার যোগ্য নেতা। বিজেপির মধ্যে কি একটা 'মমতা' আছে? মোদী-শাহ প্লেটে সাজিয়ে দেবে, আর বিজেপি ক্ষমতায় আসবে! এটা ভাবের ঘরে চুরি হয়ে যায়। এখনও লোকসভা নির্বাচনের নিয়ন্ত্রণ মমতার হাতেই। বিজেপিকে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বেরোতে হবে। আরএসএসের সঙ্গেও সুসম্পর্ক নেই। বিরোধীদের বোঝাপড়া কী হবে, সেদিকেও নজর রাখতে হবে। সর্বভারতীয় ক্ষেত্রে মোদী জনপ্রিয়তম নেতা। মমতাও বাংলায় জনপ্রিয়। নিরপেক্ষভাবে দেখলে ২০১৯ সালে ১৮টি আসন পাওয়া বিজেপির বিরাট পাওনা। বিজেপি এবারও দ্বিতীয় হয়েছে। কিন্তু অনেকটা পথ যেতে হবে।

Advertisement
POST A COMMENT