Advertisement

Panchayat Result Bardhaman: ভোটে জিতেই ডিগবাজি,​ CPM ছেড়ে TMC-এ যোগ পাল্টিবাজ প্রার্থীর!

CPIM প্রতীকে ভোটে জিতেই ঘাস ফুলের দিকে ঝুকে পড়লেন পূর্ব বর্ধমানের কাকুরিয়া পঞ্চায়েতে CPIM প্রার্থী গীতা হাসদা। গ্রাম সভায় আসনে 23 ভোটের CPIM-এর হয়ে জয় লাভ করেন গীতা। এই অঞ্চলে মোট মোট 18 টি আসনের মধ্যে 17 টি আসনে নিজেদের আধিপত্য জাহির করে জয় ছিনিয়ে আনে তৃণমূল। মাত্র একটি আসনেই জয় পেয়েছিল CPIM। কিন্তু বলাই যায় যে সেটিও কার্যত হাতছাড়াই হতে চলেছে সিপিএম-এর। এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তিনি জানিয়েদেন যে, বামেদের সঙ্গে আর নয় তিনি এবার শিবির বদল করে ঘাসফুলেই যোগ দিলেন।

Panchayat Result Bardhaman

Advertisement