দার্জিলিংয়ে পঞ্চায়েত ভোটের প্রচারের সময় বিজেপি সাংসদ রাজু বিস্তার উপর অস্ত্র নিয়ে হামলার প্রতিবাদে পাহাড়ে পোস্টার পড়ল। শুক্রবার দার্জিলিংয়ের পোখরিয়াবংয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়েছিলেন সাংসদ রাজু বিস্তা। আর সেখানে তাঁর উপর হামলা হয় বলে খোদ সাংসদ নিজে স্থানীয় নাগরি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ওঠে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শনিবার এরই প্রেক্ষিতে কালিম্পং জুড়ে পোস্টারিং করে জেলা বিজেপি। পোস্টারিংয়ের পাশাপাশি বাজারে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। ওই বিষয়ে কালিম্পংয়ের বিজেপির জেলা সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, "ওই দিন রাজু বিস্তাকে প্রাণে মারার জন্যই একত্রিত হয়েছিল দুষ্কৃতীরা। প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে আমরা পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।"