Advertisement

Post Poll Violence South 24 Parganas: TMC-র কায়দায় BJP সাদা থান, ফুল পাঠাচ্ছে! গুরুর উপর কেদ্দারি

শাসকদল TMC-র থেকে শিখে এবার সেই অস্ত্রেই শাসকদলকে বিধছে বিরোধী BJP. সোমবার, 17 জুলাই গায়ে পেট্রোল ছিটিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয় পূর্ব মেদিনীপুরের খেজুরির TMC কর্মী নগেন্দ্রনাথ মাঝিকে। 24 ঘণ্টা পর বদলে গেল জায়গা। মঙ্গলবার, 18 জুলাই সকালে তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা রেখে দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের 255 নম্বর বুথের ঘটনা। এবারের নির্বাচনে ওই বুথ থেকে জয়ী হন TMC-র চম্পা বৈরাগী। আর এই তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ ছিলেন তরুণ জানা।

Post Poll Violence South 24 Parganas

Advertisement