পঞ্চায়েত ভোটের প্রচারে শাসক-বিরোধী শিবির একে অপরকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বেশ কয়েকগুন। যত ভোটের দিন এগিয়ে আসছে আক্রমণও শানানো হচ্ছে জোরদার। ঝাড়গ্রামে সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে বিশেষ করে মমতা ও অভিষেককে টার্গেট করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি বলেন, রাস্তায় বাচ্চাদের গায়ে জামা নেই, এদিকে তৃণমূলের সিল্কের ঝান্ডা। পিসি-ভাইপোর বড় বড় পোস্টার। বিনপুরের বেলপাহাড়িতে BJP প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সোমবার BJP প্রার্থীদের সমর্থনে তিনি রোড শো করেন। এরপর দুপুর নাগাদ পঞ্চায়েত সমিতির প্রার্থী ধারতী হেমরমের বাড়িতে লাঞ্চটাও সেরে ফেলেন তিনি। তিনি প্রচার বেড়িয়ে তোপ দাগেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। তিনি বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে শাসক দল। এই বাংলা পঞ্চায়েত ভোটের নামে অনেক মৃত্যুর সাক্ষী রইল। মানুষকে ভয় দেখিয়ে কখনই শান্তিতে থাকতে পারবে না TMC। মানুষ রাস্তায় নেমেছে, তাই TMC ভয় পেয়েছে। চোর মুক্ত পঞ্চায়েত গড়ার জন্য রাজ্যের মানুষ মুখিয়ে রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর থাকা নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, রাস্তায় কেন্দ্রীয় বাহিনী থাকলে কিছুটা ভয় কাটবে। মানুষ এই হিংসাকে ভোল চোখে দেখছেন না।
Priyanka Tibrewal on Mamata banerjee for West Bengal Panchayat Election 2023 Violence.