Advertisement

Bhangore: রাগে রাস্তায় বসে শওকত, আরাবুল, নওশাদের পর এঁদের ভাঙড়ে নো এন্ট্রি

কাঠালিয়াতে মৃত TMC কর্মীর বাড়িতে যাবেন শওকত মোল্লা, আরাবুল ইসলামরা। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁদের রাস্তা আটকালো পুলিশ। বিশাল পুলিশবাহিনী নিয়ে ভাঙড় এবং কাশীপুর থানার পুলিশ কর্মীরা রাস্তা আটকায় TMC-র। নিহত TMC কর্মী শেখ মোসলেমের শেষকৃত্য অনুষ্ঠানে যেতে না পেরে রাস্তাতে বসে পড়লেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় TMC-র অবজারভার ও রাজ্য TMC-র সাধারণ সম্পাদক শওকত মোল্লা। আরাবুল, হাকিমুলরাও বসে পড়েন রাস্তায়। শুক্রবার, 14 জুলাই ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও ভাঙড়ে ঢুকতে দেওয়ার মুখে আটকে দেওয়া হয়। এবার সেই মতো আটকে দেওয়া হল TMC-র বিধায়ক-সহ ভাঙড়ের TMC নেতাকর্মীদের।

Saokat Molla And Arabul Islam Stopped By Police In Bhangore

Advertisement