Advertisement

soumitra khan : TMC নেতার দাদাগিরি ভাঙার হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খাঁ, এর আগেও একাধিকবার এই ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে

পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার ময়দানে শাসক বিরোধী সব পক্ষই কোমড় বেঁধে লড়াই করছে। যতদিন এগিয়ে আসছে চড়ছে রাজনৈতিক পারদ। শাসক বিরোধী তরজা চলছে বাঁকুড়া জেলার প্রত্যেকটি প্রান্তে। কুরুচিকর ভাষায় রাজনীতিতে বাকযুদ্ধ নতুন কিছু নয়। এবার তৃণমূলকে আক্রমণ সানালেন কোন নিচু তলার বিজেপি কর্মী নয়, খোদ গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি তে বিজেপির একটি নির্বাচনী জনসভা থেকে বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি রথীন ব্যানার্জি কে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন রথীন ব্যানার্জি কোটি কোটি টাকা লুট করছে। পঞ্চায়েতে জেতার পর রথীনের দাদাগিরিটা ভেঙে দেবার হুঁশিয়ারি দেন সৌমিত্র।

Soumitra Khan said they will destroy TMC

Advertisement