Advertisement

WB Panchayat Result 2023: কংগ্রেস প্রার্থী জেলে! কেশপুরে অভিষেকের পছন্দের 'সৎ প্রার্থী'-র জয়

ভোটে জিতে অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ প্রার্থী গেলেন ঠান্ডা ঘরে। আর বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার হয়ে গেলেন জেলে। আর এরপরই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের। অবশেষে জয় পেলেন অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ মুখ প্রার্থী শেখ হাসিনুদ্দিন। কিন্তু কে এই শেখ হাসিনুদ্দিন বুঝতে পারছেন? গত চার ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর মাঠে একটি জনসমাবেশ করেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সমাবেশ থেকে কেশপুরের উচাহার এলাকার বাসিন্দা অরাজনৈতিক ব্যক্তিত্ব,সৎ চরিত্রের মানুষ হিসেবে শেখ হসিনুদ্দিনকে মঞ্চে তুলেছিলেন তিনি। যিনি পেয়েও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। মঞ্চ থেকেই অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন এই ধরনের সৎ মুখই হচ্ছে আগামী দিনে পঞ্চায়েতের প্রার্থী।

WB Panchayat Result 2023 in west Midnapore.

Advertisement