scorecardresearch
 
Advertisement

West Bengal Panchayat Election 2023-Birbhum: অনুব্রত ছাড়াই যে বীরভূমে ভোট হতে পারে সেটা এবারে বুঝিয়ে দিল তৃণমূল

West Bengal Panchayat Election 2023-Birbhum: অনুব্রত ছাড়াই যে বীরভূমে ভোট হতে পারে সেটা এবারে বুঝিয়ে দিল তৃণমূল

বাংলায় ভোট মানেই সন্ত্রাস, অশান্তি। এ আর নতুন কথা কী। একথা আমার, আপনার নয়। বিরোধীরা বলছেন। বীরভূম মানেই কেষ্টর গড়। আর পঞ্চায়েত ভোটের মুখে সেই কেষ্টই নেই। তাহলে ভোট হবে কী করে? উঠেছিল প্রশ্ন। কিন্তু তিনি তো গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলে দিন কাটাচ্ছেন। তবে অনুব্রত ছাড়াই যে বীরভূমে ভোট হতে পারে সেটা এবারে বুঝিয়ে দিল তৃণমূল। মানে অনুব্রত নেই তো কী হয়েছে তার দেখানো পথেই সন্ত্রাস কিন্তু অব্যাহত বীরভূমে। দিকে দিকে বোমাবাজি। চলল গুলি। রক্তপাত দিয়ে শুরু হয়েছিল পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। শেষও হল রক্তপাতে। বৃহস্পতিবার পঞ্চম তথা শেষ দিনের মনোনয়নে কয়েকটি জায়গায় লাগামহীন হিংসার সাক্ষী থাকল বাংলা। গত দু’দিনের ধারা বজায় রইল ভাঙড় থেকে শুরু করে বীরভূম সর্বত্র। বিরোধীদের অভিযোগ, পুলিশের সামনেই সেখানে অবাধে চলেছে সন্ত্রাসের রাজত্ব। মুড়িমুড়কির মতো বোমা পড়ে। গুলি চলল। জ্বলল দোকানপাটও। পুলিশের সামনেই সাংবাদমাধ্যমের কর্মীদের দিকে ধেয়ে এল বোমা। চলল গুলি।

West Bengal Panchayat Election 2023: Birbhum Political Clash in nomination file.

Advertisement