সকাল সাতটায় শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকেই বুথে বুথে লাইন দিতে দেখা যায় ভোটারদের। ২২ টি জেলার ৬৩, ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯,৭৩০ টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮ টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন৷ বাংলার ৫,৬৭,২১,২৩৪ (৫.৭ কোটি) ভোটার এদিন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচনের ফলপ্রকাশ পাবে আগামী ১১ জুলাই। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। পাহাড় থেকে সমতল, সর্বত্র একাধিক, হিংসা, মৃত্যু, রক্তাক্ত হওয়ার খবর আসছে।
panchayat election 2023, bengal panchayat election 2023, 2023 panchayat election west bengal, west bengal election 2023, election in west bengal, panchayat election in west bengal, west bengal election date 2023, 2023 west bengal panchayat election date, election in west bengal 2023, panchayat election in west bengal 2023, west bengal panchayat election result, west bengal gram panchayat election