scorecardresearch
 
Advertisement

Bengal Panchayat Violence Ground Report: পঞ্চায়েত ভোটে হিংসা-মৃত্যু, সংখ্যালঘু ভোট ভাগ? যা বলছে ভাঙড়-বাসন্তীর গ্রাউন্ড রিপোর্ট

Bengal Panchayat Violence Ground Report: পঞ্চায়েত ভোটে হিংসা-মৃত্যু, সংখ্যালঘু ভোট ভাগ? যা বলছে ভাঙড়-বাসন্তীর গ্রাউন্ড রিপোর্ট

পঞ্চায়েত ভোট ও হিংসা সমার্থক হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিধানে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে এবং ২০১৮ সালে পঞ্চায়েত ভোট হিংসায় মৃত্যু হয়েছে যথাক্রমে ২৯ এবং ৩৬। তার আগে ২০১৩ সালে বাম জমানায় মৃতের সংখ্যাটা ছিল ৭৮। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এবারও পঞ্চায়েত ভোটের পর একাধিক মৃত্যু ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি অশান্তি হয়েছে ভাঙড়ে। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার এই জনপদ। মারা গিয়েছে আইএসএফের মইনুদ্দিন মণ্ডল ও তৃণমূলের রাজু নস্কর। সেই ভাঙড়ের গ্রাউন্ড রিপোর্ট নিতেই বেরিয়ে পড়েছিল বাংলা ডট আজতক ডট ইন।

West Bengal Panchayat 2023 Violence Ground Report

Advertisement