scorecardresearch
 
Advertisement
রাশিফল

শরীরের এই অংশে তিল আছে? চাকরিতে উন্নতি আটকায় কে!

শরীরে বিভিন্ন
  • 1/7

শরীরে বিভিন্ন অংশের তিল শুভ কিংবা অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। সমুদ্রশাস্ত্রে এবিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। (সব ছবি প্রতীকী)

সমুদ্রশাস্ত্র অনুসারে
  • 2/7

সমুদ্রশাস্ত্র অনুসারে, একজন ব্যক্তির শরীরের তিল তার প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে। আজ আমরা জানি ঠোঁটের উপরে বা ঠোঁটের কাছাকাছি তিল থাকার অর্থ কী।

ঠোঁটের কাছে
  • 3/7

ঠোঁটের কাছে তিল থাকা মানে সৌন্দর্যের দিক থেকে খুব ভাল বলে মনে করা হয়। যদি যাতকের তিল ঠোঁটের উপরের দিকে থাকে, তাহলে এতে সৌন্দর্য বৃদ্ধি করে।
 

Advertisement
ঠোঁটে তিল
  • 4/7

ঠোঁটে তিল থাকা যাতকেরা খুবই ভাগ্যবান হন। এঁদের জীবনে কখনও অর্থের অভাবের মুখোমুখি হতে হয় না। সুযোগ-সুবিধা অনেক কিছু এঁরা পান। কখনও কখনও এই ধরনের যাতকদের জীবনে একাধিক প্রেমের সম্পর্ক আসে।
 

উপরের ঠোঁটের
  • 5/7

উপরের ঠোঁটের ডান দিকে তিল থাকলে এই ধরনের যাতকেরা খুব ভাল এবং যত্নশীল জীবনসঙ্গী পান।
 

উপরের ঠোঁটের
  • 6/7

উপরের ঠোঁটের বাম দিকে তিল থাকা ভালো বলে বিবেচিত হয় না। দাম্পত্য কলহ বাড়তে পারে এর ফলে।

নিচের ঠোঁটের
  • 7/7

নিচের ঠোঁটের ডান দিকে তিল থাকলে তাঁরা কর্মজীবনে খুব সফল এবং খ্যাতিও পান।

Advertisement