Advertisement
রাশিফল

Janmashtami Rashi 2023: জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী এভাবে করুন বন্দনা, কৃষ্ণের কৃপায় হবে সৌভাগ্যলাভ

  • 1/12

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্মাষ্টমীর দিন গরুর দুধ দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করা উচিত এবং সেই পঞ্চমৃত পুজোর পরে খাওয়া উচিত। এতে আপনার জীবনে যে বাধা ছিল সেই বাধা থেকে আপনি মুক্তি পাবেন এবং শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাবেন আপনি। 

  • 2/12

বৃষ রাশি 

এই রাশির জাতক জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণকে মাখন ও মিছরি দিয়ে পুজো দেওয়া উচিত। সেই সঙ্গে সাদা রঙের পোশাক পরা উচিত। যেহেতু এই রাশির অধিপতি শুক্র। তাই এটি করলে আপনার জীবনে যেমন সাফল্য আসবে, ঠিক তেমনই জন্ম কুণ্ডলীদের শুক্র শক্তিশালী হবে। কৃষ্ণের কৃপায় আপনার আর্থিক দিকে উন্নতি হবে। 

  • 3/12

মিথুন রাশি 

মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত ভগবান কৃষ্ণকে এই দিন আখের রস দিয়ে পূজা দেওয়া। এতে আপনার পুরনো যেকোনও মনের ইচ্ছা পূরণ হবে। সেই সঙ্গে সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন আপনি। 

Advertisement
  • 4/12

কর্কট রাশি 

কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত শ্রীকৃষ্ণকে খুশি করতে জন্মাষ্টমীর দিন দুধে তুলসী পাতা দিয়ে ভগবানকে পুজো দেওয়া। কাঁচা দুধ শ্রীকৃষ্ণকে অর্পণ করলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। শুধু তাই নয়, বড় রোগ থেকে আপনি মুক্তি পাবেন। ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা করেছিলেন সেটিও বাস্তবায়িত হবে। 

  • 5/12

সিংহ রাশি 

সিংহ রাশির ব্যক্তিদের শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য জন্মাষ্টমী দিন ভগবানের মূর্তির সামনে জাফরান নিবেদন করা উচিত এবং দেবতাকে সন্দেশ দিয়ে পূজো করা উচিত। এতে আমরা জীবনে সাফল্য লেগে থাকবে। দাম্পত্য জীবনের সকল সমস্যা থেকে আপনি বের হতে পারবেন।

  • 6/12

কন্যা রাশি 

কন্যা রাশির জাতক-জাতিকাদের উচিত শ্রীকৃষ্ণকে লাড্ডু দিয়ে পূজা দেওয়া। এতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি পাবেন। জীবনে সাফল্য লেগে থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। 

  • 7/12

তুলা রাশি 

এই রাশির জাতক জাতিকাদের উচিত শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন মাখন দিয়ে পূজো করা উচিত, এতে আপনি নানান সমস্যা থেকে মুক্তি পাবেন । 

Advertisement
  • 8/12

বৃশ্চিক রাশি 

বৃশ্চিক রাশির ব্যক্তিরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের কৃপা হওয়ার জন্য ভগবানের করুন। এতে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। শত্রুরা আপনার যে ক্ষতি চাইছেন সেই ক্ষতি থেকে আপনি বের হতে পারবেন। 

  • 9/12

ধনু রাশি 

ধনু রাশি জাতক-জাতিকাদের হলুদ দিয়ে এদিন কৃষ্ণকে পুজো করা উচিত। সেই সঙ্গে বেসনের লাড্ডু দেবেন। এতে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি কোনও সুসংবাদ পেয়ে খুব খুশি হবেন। 

  • 10/12

মকর রাশি

জন্মাষ্টমীর দিন মকর রাশির ব্যক্তিরা ভগবান কৃষ্ণ গঙ্গাজল দিন। এতে আপনার সকল কাজে একাগ্রতা পারবে। কেরিয়ারে অনেক উন্নতি করতে পারবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে

  • 11/12

কুম্ভ রাশি 

কুম্ভ রাশির ব্যক্তিদের এই বিশেষ দিনে খাঁটি ঘি দিয়ে তৈরি মিষ্টি দেবতাকে অর্পণ করা উচিত। বাড়ির সদস্যদের সঙ্গে আপনি খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। 

Advertisement
  • 12/12

মীন রাশি 

শ্রীকৃষ্ণ এদিন মীন রাশির জাতক-জাতিকাদের দুধে জাফরান দিয়ে পুজো করা উচিত। এতে আপনার ব্যবসায় খুব উন্নতি হবে। সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। জীবনে নানান সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।

Advertisement