scorecardresearch
 
রাশিফল

Marriage Horoscope: বিয়ের কথা ভাবছেন? সঙ্গী নির্বাচনের সময় এড়িয়ে চলুন এই রাশিগুলিকে

Marriage Horoscope
  • 1/17

বিয়ে যে কোনও ব্যক্তির জীবনেই অত্যন্ত  গুরুত্বপূর্ণ এক অধ্যায়। বিয়ে হল এমন একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়।

Marriage Horoscope
  • 2/17

বলা হয়  মানসিক শান্তি থাকলে তবেই সংসার শান্তির হয়ে ওঠে। আর এই মানসিক মিল তখনই সম্ভব যখন দু’জনের রাশির মিল হবে। তাই বিবাহের পূর্বে যোটক বিচার করা অতি আবশ্যক। তাই ভারতীয় হিন্দু ধর্মে বিবাহের আগে বর ও কনের কোষ্ঠি গণনা করা হয়।
 

Marriage Horoscope
  • 3/17

 রাশি প্রতিটি ব্যক্তির স্বভাবের ওপর প্রভাব বিস্তার করে। দুটি বিপরীত রাশির লোকেরা বিবাহ করলে, সমস্যায় পড়তে পারেন, পাশাপাশি এঁদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকবে। এর ফলে স্বাভাবিক ভাবেই পারিবারিক জীবনে অশান্তির ঝড় উঠবে। জ্যোতিষ মতে এমন কিছু রাশি আছে, যাঁদের পরস্পরের সঙ্গে বিয়ে করা উচিত নয়। এ বার দেখে নেওয়া যাক কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে করা একদমই উচিত নয়।
 

Marriage Horoscope
  • 4/17

মেধ রাশির সঙ্গে বৃষ রাশির বিয়ে করা একদমই উচিত নয়। কারণ মেষ রাশির জাতক-জাতিকারা একটু স্বাধীনচেতা হন। 
 

Marriage Horoscope
  • 5/17

বৃষ রাশির সঙ্গে আবার ধনু রাশির একেবারেই পটবে না। বৃষ রাশির জাতক জাতিকারা নিজের লক্ষ্যে স্থির থাকতে পছন্দ করেন। তারা সাধারণত খুব সৎ প্রকৃতির হয়ে থাকেন।
 

Marriage Horoscope
  • 6/17

মিথুন রাশির সঙ্গে মকর রাশির বিয়ে হলে সমস্যা হবে। কারণ এই দুটি রাশির জাতক-জাতিকারা একদমই বিপরীত চরিত্রের।

Marriage Horoscope
  • 7/17

কর্কট রাশির ব্যক্তিদের কুম্ভ রাশির জাতকদের সঙ্গী হিসাবে বাছা অনুচিত হবে। কারণ কর্কট রাশি আবেগপ্রবণ আর কুম্ভ রাশির মধ্যে আবেগ খুব কম থাকে।

Marriage Horoscope
  • 8/17

সিংর রাশির জাতকদের বৃশ্চিক রাশির জাতকদের বিয়ে করা অনুচিত। কারণ সিংহ রাশি মানসিক দিক থেকে খুবই শক্তিশালী হয়। তারা সহজে অন্যের বশ্যতা স্বীকার করে না।

Marriage Horoscope
  • 9/17

কন্যা রাশির সঙ্গে ধনু রাশির আবার মনের মিল হবে না। কারণ কন্যা রাশি সব সময় অন্যদের সাহায্য করতে চায়, কিন্তু ধনু রাশি আবার প্রতিষোগিতামূলক মানসিকতায় বিশ্বাসী।
 

Marriage Horoscope
  • 10/17

 তুলা রাশির জাতকদের  সঙ্গে  আবার কন্যা রাশির মেলবন্ধন হয় না। কারণ তুলা রাশি নিজেকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করে। আর কন্যা রাশি আবার  সব সময় সাহায্য করার মানসিকতায় থাকে।

Marriage Horoscope
  • 11/17

বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশির মিল অসম্ভব বললেই চলে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা নরম মনের মানুষ বেশি পছন্দ করেন।

Marriage Horoscope
  • 12/17

 ধনু রাশির সঙ্গে বৃষ রাশির বিয়ে করা ঠিক  নয়। কারণ ধনু রাশি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর বৃষ রাশি নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে।
 

Marriage Horoscope
  • 13/17

মকর রাশির জন্য মিথুন রাশি সব থেকে খারাপ ম্যাচ বলে মনে করা হয়।

Marriage Horoscope
  • 14/17

কুম্ভ রাশির ব্যক্তিদের কখনও কর্কট রাশির সঙ্গে বিয়ে করা উচিত নয়। কুম্ভ রাশির জাতক-জাতিকারা সব ব্যাপারে খুব যত্নশীল হন।

Marriage Horoscope
  • 15/17

 মীন রাশির সঙ্গে আবার কন্যা রাশির বিয়ে দেওয়া একদমই উচিত নয়।
 

Marriage Horoscope
  • 16/17

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মীন ও বৃশ্চিক  রাশি আবার ডেডলি কম্বিনেশন। সমস্যার আসল কারণ হল, বৃশ্চিক রাশির জাতকরা নিজের ভালোবাসা জাহির করার ক্ষেত্রে অত্যন্ত বেপরোয়া, অন্য দিকে মীন রাশির জাতকরা আবেগপ্রবণ। আবার মীন রাশির জাতকরা সম্পর্কে সামান্য স্পেস চান, কিন্তু বৃশ্চিক রাশির আশঙ্কাগ্রস্ত স্বভাবের কারণে এই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়।

Marriage Horoscope
  • 17/17

কর্কট ও ধনু এই দুই রাশির জাতকরাও  দীর্ঘ সময় একে অপরের সঙ্গে থাকতে পারেন না। ধনু রাশির জাতকরা সময়ের সঙ্গে ও সময় অনুযায়ী এগিয়ে যেতে ভালোবাসেন। কর্কট রাশির জাতকদের ওপর এর কোনও প্রভাবই খাটে না। এঁরা নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। তাই এই দুই রাশির জাতক-জাতিকারা দাম্পত্য সম্পর্কে জড়ালে ঝগড়া ও অবসাদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।