scorecardresearch
 
Advertisement
রাশিফল

Shani Sade Sati 2022: ২০২২ সালে ২৯ এপ্রিল থেকে এই ৩ রাশিতে শনির সাড়ে সাতি, রইল বিস্তারিত

আগামী বছর ৩ রাশিতে শনির সাড়ে সাতি
  • 1/10

যাঁরা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, তাঁরা নিশ্চয়ই জানেন শনির সাড়ে সাতি-র (Shani Sade Sati 2022) প্রভাব। শনিদেবের নজর মানুষকে একেবারে ভিখিরি করে দিতে পারে আবার রাজাও বানিয়ে দিতে পারে। 
 

শনিরা সাড়ে সাতি তিন রাশিতে
  • 2/10

মূলত সাড়ে ৭ বছর বিভিন্ন রাশির উপরে শনির সাড়ে সাতি প্রভাব চলে (Shani Sade sati effects in 2022)। যেমন বর্তমানে মকর, কুম্ভ ও ধনু রাশির উপরে শনির সাড়ে সাতি চলছে। 

যে তিন রাশির জাতকদের সাবধান থাকতে হবে
  • 3/10

মিথুন, তুলা রাশির উপরে ঢাইয়া চলছে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই রাশিগুলির উপরে ২০২২ সাল পর্যন্ত শনির সাড়ে সাতি ও ঢাইয়া বজায় থাকবে।

Advertisement
শনির ঢাইয়া শুরু হবে ২০২২ সালে
  • 4/10

২০২২ সালে ২৯ এপ্রিল শনি রাশি পরিবর্তন করবে। ওই শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনির এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির উপরে সাড়ে সাতি ও ঢাইয়া শুরু হয়ে যাবে ও কিছু রাশির সাড়ে সাতি শেষ হবে। চলতি বছর অর্থাত্‍ ২০২১ সালে শনির রাশি পরিবর্তন হবে না। 
 

দুই রাশিতে শনির ঢাইয়া
  • 5/10

তাই এ বছর মকর, কুম্ভ ও ধনু রাশির উপরে শনির সাড়ে সাতি ও মিথুন ও তুলা রাশির উপরে ঢাইয়া চলবে। 
 

শনির প্রভাব ২০২২ সালে কোন কোন রাশিতে
  • 6/10

জ্যোতিষশাস্ত্রে শনিকে পাপী গ্রহ আখ্যা দেওয়া হয়। শনির সাড়ে সাতি বা ঢাইয়ায় কোনও ব্যক্তির জীবনে খারাপ প্রভাব আনে।
 

আগামী বছর শনির সাড়ে সাতি শুরু হবে ৩ রাশির
  • 7/10

তিন রাশির উপরে শনির সাড়ে সাতি শুরু হবে:  ২০২২ সালের ২৯ এপ্রিল শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে সাড়ে সাতির প্রথম পর্যায়ের প্রভাব শুরু হয়ে যাবে।

Advertisement
কর্কট ও বৃশ্চিক রাশিতে শুরু হবে শনির ঢাইয়া
  • 8/10

কর্কট ও বৃশ্চিক রাশিতে শুরু হবে শনির ঢাইয়া: ২০২২ সালের ২৯ এপ্রিল কর্কট ও বৃশ্চিক রাশিতে শুরু হবে শনির ঢাইয়া। মীন, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের ২৯ এপ্রিল ২০২২ সাল থেকে সাবধান থাকতে হবে।
 

শনির সাড়ে সাতির কী প্রভাব?
  • 9/10

শনির সাড়ে সাতির কী প্রভাব? শনির সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাবে আর্থিক ক্ষতি হতে পারে। খুব ভেবেচিন্তে এই সময় কোনও কাজ করা উচিত। স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়া দরকার।  

শনি সাড়ে সাতি দশা কাটানোর প্রতিকার কী?
  • 10/10

প্রতিকার কী? শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচাতে ভরসা হনুমান চালিশা। প্রতিদিন হনুমান চালিশা পাঠে শনির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। 
 

Advertisement