২১ সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ওই দিন মহালয়া, দেবীপক্ষের সূচনা। খণ্ডগ্রাস গ্রহণ রাত ১১টায় শুরু হবে। চলবে ৩টে ২৪ মিনিট পর্যন্ত। জানুন গ্রহণের প্রভাব কোন রাশিতে কেমন পড়বে-
মেষ রাশি: কেরিয়ারে চাপ। স্বাস্থ্যহানি।
বৃষ রাশি: আর্থিক সমস্যা।
মিথুন রাশি: মাথা ঠান্ডা রাখুন। তর্কে জড়াবেন না।
কর্কট রাশি: মানসিক অশান্তি। মনে ভয়।
সিংহ রাশি: সম্পর্কে তিক্ততা।
কন্যা রাশি: চাকরি ও ব্যবসায় বাধা। বেশি চিন্তা নয়।
তুলা রাশি: খরচ বাড়তে পারে। অশান্তি।
বৃশ্চিক রাশি: আচমকা অর্থলাভ। বুঝেশুনে খরচ করুন।
ধনু রাশি: কেরিয়ারে বাধা।
মকর রাশি: পারিবারে অশান্তি।
কুম্ভ রাশি: তর্ক এড়ান। বুঝে কথা বলুন।
মীন রাশি: মানসিক অবসাদ। কাজে বাধা।