Advertisement
রাশিফল

Zodiac: খাবার দেখলে বাকি সব ভুলে যান এই ৪ রাশির জাতকরা

  • 1/9

Zodiac: জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধি এবং শুভ ও অশুভ অবস্থান মানুষের প্রকৃতিকে প্রভাবিত করে।

  • 2/9

এই রাশির মানুষরা খুব ভোজনরসিক হয়। যার কারণে অনেক সময় তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হয়।

  • 3/9

ভালো খাবারের প্রতি প্রত্যেক মানুষেরই আকর্ষণ থাকে। কেউ বাঁচার জন্য খান, আবার কেউ খাওয়ার জন্য বাঁচেন।

Advertisement
  • 4/9

জ্যোতিষে এমন ৪ রাশির কথা বলা হয়েছে যাঁরা দ্বিতীয় ভাগে পড়েন। খাবার দেখলে এরা বাকি সব ভুলে যান।

  • 5/9

দেখে নিন তালিকায় কোন কোন রাশির জাতকরা রয়েছেন।

  • 6/9

মকর CAPRICORN

মকর রাশির জাতকরা পুষ্টিকর খাবার খেতে পছন্দ করেন। এরা স্বাদের সঙ্গে সঙ্গে এর পুষ্টির দিকেও বেশ মনোযোগ দেন। মশলা সম্পর্কে এদের ভালো ধারণা রয়েছে। এরা রান্নায়ও দারুণ পারদর্শী হয়ে থাকেন। খাবারের ট্র্যাডিশনাল স্বাদই বেশি পছন্দ করেন। খেতে যেমন ভালোবাসেন, খাওয়াতেও সমান ভালোবাসেন। খাবার নষ্ট করতে কখনও পছন্দ করে না। বিশেষ কিছু ফল খেতে এরা বেশ পছন্দ করেন।

  • 7/9

মেষ ARIES

মেষ রাশির জাতক জাতিকারা সুস্বাদু খাবার পছন্দ করেন। তারা ভাজা এবং স্যাঁকা জিনিস বেশি পছন্দ করেন। খাবারে নতুন কিছু ট্রাই করতে এরা কখনও ভয় পান না। ভালো খাবারের খোঁজে এরা শহর চষে ফেলতে পারেন। এরা ভালো ফুড ব্লগারও হয়ে থাকেন। রান্না করতেও পছন্দ করেন। স্বাদ নিয়ে সম্যক জ্ঞান থাকে এদের।

Advertisement
  • 8/9

সিংহ LEO

সিংহ রাশির জাতকরা খাবারের ক্ষেত্রে অন্যদের থেকে একটু আলাদা হন। খাবারের পাশাপাশি তারা এর পরিবেশনের দিকেও খেয়াল রাখেন। এরা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন। পুষ্টিকর খাবারকে প্রাধান্য দেন। এরা সময়মতো খাবার খেতে পছন্দ করেন। খাবারে পরিষ্কার-পরিচ্ছন্নতারও বিশেষ খেয়াল রাখেন এরা।

  • 9/9

বৃষ TAURUS

বৃষ রাশির জাতকরা পার্টি দিতে এবং এতে অংশ নিতে পছন্দ করেন। বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্রকে বিলাসবহুল জীবনের কারক হিসাবে বিবেচনা করা হয়। তারা বন্ধুদের সঙ্গে পার্টি করতে পছন্দ করেন। পার্টিতে সুস্বাদু খআবার মাস্ট। ভোজনরসিক হওয়ার কারণে পরবর্তীতে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এরা দেশির তুলনায় বিদেশি খাবার বেশি পছন্দ করেন।

Advertisement