কিছু মানুষ এমন আছেন যাদের মনের কথা বলতে সমস্যা হয় না। তাঁরা অন্যের মতামতকে গুরুত্ব দেয় না এবং শুধুমাত্র নিজের কথা ভাবেন। অন্যদিকে, এমন কিছু মানুষ আছেন যারা সব সময় ভয় পান, অন্যরা তাঁকে বিচার করবে। তাঁরা অত্যন্ত লাজুক, অন্তর্মুখী এবং আত্মসচেতন হয়।
৩ টি রাশি রয়েছে যারা অত্যন্ত লাজুক প্রকৃতির। সাহস বা আক্রমণাত্মক প্রবৃত্তি তাঁদের একেবারেই আসে না। এটি তাঁদের জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
সব রাশির মধ্যে বৃশ্চিক রাশি অন্যতম রহস্যময়। তাঁদের রহস্যজনক বলা হয় কারণ, তাঁদের মনের কথা এবং মতামত অপরকে জানাতে লজ্জা বোধ করেন। বৃশ্চিক বেশি কথা বলার পরিবর্তে মানুষকে পর্যবেক্ষণ করতে বেশি পছন্দ করেন।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
কর্কট রাশির জাতকেরা একেবারেই স্পষ্টভাষী নন। তাঁরা অদ্ভুত ভাবে বিচ্ছিন্ন থাকতে ভালোবাসেন এবং নিজেদের আবদ্ধ করে রাখেন। কর্কট অন্তর্মুখী অর্থাৎ ইন্ট্রোভার্ট এবং লাজুক স্বভাবের। এর ফলে বন্ধুত্ব করতে এবং দীর্ঘস্থায়ী সংযোগ গঠনে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)
মীন রাশির জাতকেরা নিজেদের জগতে বাস করে। যে কোনও জিনিস দেখার একটি অনন্য দৃষ্টিভঙ্গি রয়েছে মীনের। তাই তাঁরা সহজে অন্য মানুষের সঙ্গে মিশতে পারেন না। নিজের অনুভূতি অন্যদের সঙ্গে শেয়ার করতে অস্বস্তি বোধ করেন তাঁরা। তাই গম্ভীর এবং চুপচাপ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।