2026 Lucky Rajyog: ২০২৬ সালের শুরুতেই ৪ মেগা রাজযোগ, ৩ রাশির কপালে সোনা

বৈদিক পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের শুরুতেই একাধিক গ্রহ রাশিচক্রে স্থান পরিবর্তন করবে। এই অবস্থানের ফলে পরপর চারটি বিশেষ রাজযোগ  তৈরি হতে চলেছে। সেগুলি হল, হংস রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ এবং গজকেশরী রাজযোগ।

Advertisement
২০২৬ সালের শুরুতেই ৪ মেগা রাজযোগ, ৩ রাশির কপালে সোনা২০২৬ সালের শুরুতেই একাধিক গ্রহ রাশিচক্রে স্থান পরিবর্তন করবে।
হাইলাইটস
  • বৈদিক পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের শুরুতেই একাধিক গ্রহ রাশিচক্রে স্থান পরিবর্তন করবে।
  • এই অবস্থানের ফলে পরপর চারটি বিশেষ রাজযোগ  তৈরি হতে চলেছে।
  • হংস রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ এবং গজকেশরী রাজযোগ।

বৈদিক পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের শুরুতেই একাধিক গ্রহ রাশিচক্রে স্থান পরিবর্তন করবে। এই অবস্থানের ফলে পরপর চারটি বিশেষ রাজযোগ  তৈরি হতে চলেছে। সেগুলি হল, হংস রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ এবং গজকেশরী রাজযোগ। জ্যোতিষশাস্ত্র বলছে, এই বিরল সংযোগের প্রভাবে মানবজীবন, দেশ, সমাজ এমনকি আন্তর্জাতিক স্তরেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বিশেষ করে ৩ রাশির ভাগ্যে এর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। নতুন কাজের সুযোগ, ধনসম্পদ বৃদ্ধি, অপ্রত্যাশিত সাফল্য; এই সবই সম্ভব বলে মত জ্যোতিষ বিশ্লেষকদের। আসুন, দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই চার রাজযোগের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন,

মকর রাশি
চার রাজযোগের মিলিত প্রভাবে মকর রাশির জাতকদের পক্ষে সময়টা বেশ অনুকূল হতে পারে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে বিশেষ সাফল্য আসতে পারে। সহকর্মী, জুনিয়র ও সিনিয়রদের পূর্ণ সহায়তা পাবেন। নতুন কাজ শুরু করার উদ্যম অু। পুরনো বিনিয়োগ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে, লক্ষ্য অর্জনের পথে দ্রুত এগোতে পারবেন। পরিবারের মর্যাদা ও সামাজিক সম্মান বাড়ার সম্ভাবনাও প্রবল। এই সময় নতুন গাড়ি বা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন।

কন্যা রাশি
এই চার রাজযোগ কন্যা রাশির জাতকদের আর্থিক উন্নতি এনে দিতে পারে। আয়ের নতুন পথ খুলে যাবে, পুরনো কোনও কাজে সাফল্য আসতে পারে। কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য উল্লেখযোগ্য ভাবে ভালো হবে। পরিবার ও আর্থিক বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আত্মীয়স্বজনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। ভ্রমণ থেকে লাভ পেতে পারেন, পাশাপাশি বহুদিনের ইচ্ছা পূরণও হতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জন্য ২০২৬ এর শুরুটা শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা আছে। সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত লাভের সুযোগ তৈরি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারে আনন্দ ও শান্তির পরিবেশ থাকবে। বন্ধু ও সহকর্মীদের সাহায্য প্রাপ্য হতে পারে। পড়াশোনা, প্রশিক্ষণ বা দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। পাশাপাশি সঞ্চয়ের ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন।

Advertisement

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement