2026 Lucky Zodiac Signs: ২০২৫ সালের আর ৩ মাসও বাকি নেই। নতুন বছর ২০২৬ আসছে। নতুন বছর নিয়ে সবার মধ্যেই আগ্রহ রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে, ২০২৬ সাল ৫ রাশির জন্য খুবই স্পেশাল হতে চলেছে। নতুন বছরে একাধিক গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরিবর্তন ঘটতে চলেছে। মোট চারটি গ্রহণ এবং চারটি বড় গ্রহের স্থান পরিবর্তন হবে ২০২৬ সালে। এর ফলে ৫ রাশির জীবনে সৌভাগ্য আসতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক, কোন পাঁচ রাশির ২০২৬ সাল সবচেয়ে ভাল যাবে। তার আগে ২০২৬ সালের বিভিন্ন গ্রহ মুভমেন্টের বিষয়ে জেনে নিন।
২০২৬ সালের গ্রহণ ও গ্রহ পরিবর্তন:
২০২৬ সালে দু'টি সূর্যগ্রহণ ও দু'টি চন্দ্রগ্রহণ হবে। সূর্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি ও ১২ অগাস্টে। চন্দ্রগ্রহণ ৩ মার্চ ও ২৮ অগাস্টে। পাশাপাশি শনি, বৃহস্পতি, রাহু ও কেতুর মতো শক্তিশালী গ্রহের স্থান পরিবর্তন ঘটবে। জ্যোতিষীরা বলছেন, এই সব মিলিয়ে পাঁচটি রাশির জীবনে সুসময় আসতে চলেছে।
মেষ রাশি (Aries)
২০২৬ সাল মেষ রাশির জাতকদের জন্য শান্তি আর স্থিতিশীলতার বছর হবে। দীর্ঘদিনের কোনও সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। চাকরি বা ব্যবসায় উন্নতি হবে। অর্থনৈতিক দিক থেকেও কিছুটা নিশ্চিন্ত হবেন। আত্মবিশ্বাস বাড়বে। জীবনে নতুন সুযোগ আসতে চলেছে।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জন্য ২০২৬ সাল সাফল্যের বছর হতে চলেছে। কর্মজীবনে পদোন্নতি বা বিশেষ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন কোনও কাজ বা ব্যবসা শুরুর জন্য সময়টা শুভ। পারিবারিক জীবনেও থাকবে আনন্দ আর স্থিতাবস্থা থাকবে।
সিংহ রাশি (Leo)
২০২৬ সালে সিংহ রাশির জাতকেরা জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। অর্থ বৃদ্ধি পাবে, সম্পত্তি বাড়বে। কর্মক্ষেত্রে প্রভাব ও মর্যাদা দুটোই বাড়বে। আত্মবিশ্বাস ও আনন্দে ভরে উঠবে জীবন।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের জন্য এ বছর নিয়ে আসবে কর্মজীবনে বিশাল উত্থান। ব্যবসায়ীদের জন্যও আসছে লাভের সময়। নতুন চুক্তি বা সম্প্রসারণের সুযোগ মিলবে। তবে ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জন্য ২০২৬ সাল হবে স্বপ্নপূরণের বছর। বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা পূর্ণ হতে পারে। আর্থিক স্থিতি আসবে, প্রিয় ক্ষেত্রে উন্নতি হবে। জীবনে আনন্দ ও সাফল্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।