Panch Mahapurush Rajyog: সাড়েসাতিতেও চাকরি-ব্যবসায় উন্নতি হবে ৩ রাশির, পঞ্চ মহাপুরুষ রাজযোগের খেলা

জানুয়ারি মাসে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে। এই যেমন ১৭ জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করবে। এই সময় মকর রাশিতে সূর্য, শুক্র এবং মঙ্গল থাকবে। যার ফলে ৩টি রাজযোগ সক্রিয় হয়ে যাবে। সূর্য এবং বুধ মিলে তৈরি করবে বুধাদিত্য রাজযোগ। শুক্র এবং বুধ যুতি বানাবে লক্ষ্মী নারায়ণ রাজযোগের। আবার মঙ্গল নিজের উচ্চ রাশি মকরে গোচর করে পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। 

Advertisement
সাড়েসাতিতেও চাকরি-ব্যবসায় উন্নতি হবে ৩ রাশির, পঞ্চ মহাপুরুষ রাজযোগের খেলাপঞ্চ মহাপুরুষ রাজযোগ
হাইলাইটস
  • জানুয়ারি মাসে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে
  • ১৭ জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করবে
  • পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে

জানুয়ারি মাসে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে। এই যেমন ১৭ জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করবে। এই সময় মকর রাশিতে সূর্য, শুক্র এবং মঙ্গল থাকবে। যার ফলে ৩টি রাজযোগ সক্রিয় হয়ে যাবে। সূর্য এবং বুধ মিলে তৈরি করবে বুধাদিত্য রাজযোগ। শুক্র এবং বুধ যুতি বানাবে লক্ষ্মী নারায়ণ রাজযোগের। আবার মঙ্গল নিজের উচ্চ রাশি মকরে গোচর করে পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। 

আর এই রাজযোগের কারণে ৩ রাশির বিরাট লাভ হবে। সাড়েসাতি চলার সময়ও এই ৩ রাশি মজা করবে। তাদের কোনও ক্ষতির আশঙ্কা নেই। বরং তারা বেশ আনন্দেই দিন কাটাবে। তাদের ব্যবসা এবং চাকরিতে হবে উন্নতি।

মেষ রাশি
মেষ রাশি জাতকদের জন্য ভাল সময় বয়ে আনবে এই যোগ। তারা এই যোগের লাভ পাবেন। তাদের সাড়েসাতি সমস্যায় ফেলতে পারবে না। এই সময় তাদের জীবনে আসবে সাফল্য। কেরিয়ারে হবে উন্নতি। এতদিন ধরে যেই সমস্যা আপনাকে পিছনে টেনে রেখেছিল, সেটা মিটে যাবে। কর্মস্থলে আপনার ভ্যালু বাড়বে। এছাড়া সরকারি কাজেও আপনার লাভ হবে। ব্যবসাও এগিয়ে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।

কুম্ভ রাশি
এই যোগের জন্য কুম্ভ রাশির জীবনেও উন্নতি নিশ্চিত। এই সময় একাধিক শুভ কাজের সঙ্গে জুড়ে থাকবেন। ব্যক্তিগত জীবনের সমস্যা মিটে যাবে। সুখের দিশা পাবেন। মন প্রসন্ন থাকবে। এমনকী ধর্মীয় যাত্রাতেও এই সময় যেতে পারেন। 

এই সময় চাকরি জীবনে সহকর্মীদের সাহায্য পাবেন। হতে পারে প্রোমোশনও। ব্যবসাও এগিয়ে যাবে। এছাড়া এই যোগের মাধ্যমে নিজের জন্য গাড়ি কিনতে পারেন। এমনকী প্রপার্টি কেনার সম্ভাবনাও রয়েছে।

মীন রাশি
এই সময়টা দারুণ কাটবে মীন রাশিরও। আপনার অপূর্ণ কোনও ইচ্ছে এই সময় পূরণ হবে। শনির সাড়েসাতি আপনাকে কোনওভাবেই বিপদে ফেলতে পারবেন না

এই সময় চাকরিতে হবে উন্নতি। প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যবসাতেও লাভ হবে। নতুন বন্ধু হবে। তাঁরা জীবনে সাহায্য করবেন। সাংসারে শান্তি ফিরবে। আপনি মনের দিক থেকে সুখ অনুভব করতে থাকবেন। তাই আর চিন্তা করে লাভ নেই। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


   

POST A COMMENT
Advertisement