হার জিতটা বড় কথা নয়। জীবনে লড়াইটাই সব। প্রতিটি দিনই এক একটি চ্যালেঞ্জ। কেউ কেউ আছেন, যাঁরা সামান্য বিপদেই ভেঙে পড়েন। আবার অনেকে আছেন, যাঁরা জীবনযুদ্ধে এক চুলও পিছু হঠেন না। জ্যোতিষশাস্ত্র বলছে, রাশিচক্রের মধ্যে চারটি রাশি রয়েছে, যাঁরা দুর্দান্ত সাহসী। মানসিকভাবে অটুট থাকেন। ভয়াবহ বিপদের সময়েও মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলে দিতে পারেন। এঁরা কখনও সহজে হার মানেন না। আসুন জেনে নেওয়া যাক সেই চার রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে।
মেষ (Aries)
মেষ রাশির জাতক-জাতিকারা সাহসী, দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী। তাঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে স্বভাবতই। জীবনের কঠিনতম পরিস্থিতিতেও তাঁরা ভয় পান না। বরং সমস্যার সঙ্গে লড়াই করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রতিযোগিতা তাঁদের কাছে আনন্দের। চ্যালেঞ্জ গ্রহণে তাঁরা সর্বদা প্রস্তুত। মেষ রাশির অভিধানে হার বলে কোনও শব্দই নেই।
সিংহ (Leo)
সিংহ রাশি সাহস ও রাজসিকতার প্রতীক। আত্মসম্মান তাঁদের কাছে সবচেয়ে বড় সম্পদ। প্রতিকূলতার মুখে তাঁরা মাথা নত করেন না। বরং বিপদের সামনে দাঁড়িয়ে সমাধান খোঁজেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের চরিত্রে স্পষ্টভাবে প্রতিফলিত হয় দৃঢ়তা ও আত্মনির্ভরতা। জীবনের ঝড়-ঝাপটা তাঁরা মাথা উঁচু করেই মোকাবিলা করেন।
বৃশ্চিক (Scorpio)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জেদি, সহনশীল এবং অবিশ্বাস্য মানসিক শক্তির অধিকারী। তাঁরা সহজে কাঁদেন না, কিংবা ভেঙে পড়েন না। বরং চুপচাপ নিজের যুদ্ধ চালিয়ে যান। লক্ষ্য পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করেন। ভেতরে ভেতরে যে সাহস তাঁদের রয়েছে, তা অন্যদের থেকে বহুগুণ বেশি। আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাও অসাধারণ।
মকর (Capricorn)
মকর রাশির জাতক-জাতিকারা বাস্তববাদী এবং লক্ষ্যনির্ভর। জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে নেন তাঁরা। সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য অক্লান্ত পরিশ্রম করেন। ধৈর্য ও অধ্যবসায়ে তাঁরা অদ্বিতীয়। ব্যর্থতা যতই আসুক, নিজের রাস্তা থেকে সরেন না। মকর রাশির মানুষরা জানেন, সাফল্য পেতে হলে যুদ্ধ করতেই হবে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।