নিষ্ঠুর বাস্তবের দুনিয়ায় সেই সারল্যই অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। Most Innocent Zodiac Signs: সব মানুষ সমান চালাক হন না। কেউ কেউ স্বভাবতই সরল। বিশ্বাস করতে ভালোবাসেন। কারও কথায় সহজে ভরসা করেন। কিন্তু এই নিষ্ঠুর বাস্তবের দুনিয়ায় সেই সারল্যই অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্রের মতে, এমনই চারটি রাশি রয়েছে, যাদের সরল মনোভাবের সুযোগ সবচেয়ে বেশি নেয় আশপাশের মানুষ। কৌশল বা চতুরতা নয়, তাঁদের জীবন চালিত হয় বিশ্বাস আর অনুভূতির উপর ভর করে। আর সেই কারণেই বারবার ঠকতে হয় তাঁদের।জ্যোতিষীদের মতে, এই চার রাশির জাতক-জাতিকারা খুব সহজে মানুষের ভালো দিকটা দেখেন। সন্দেহ করার অভ্যাস নেই বললেই চলে। ফলে অফিস হোক বা ব্যক্তিগত জীবন; প্রায় সব ক্ষেত্রেই তাঁরা অন্যের কথায় সহজে প্রভাবিত হন। অনেক সময় নিজের ক্ষতি হলেও মুখ ফুটে কিছু বলতে পারেন না। এই মানসিকতাই তাঁদের সবচেয়ে দুর্বল জায়গা।
কর্কট: এই তালিকায় প্রথমেই আসে কর্কট রাশি। কর্কট রাশির মানুষ অত্যন্ত আবেগপ্রবণ। সম্পর্কের ক্ষেত্রে তাঁরা সব কিছু উজাড় করে দিতে চান। প্রিয়জনের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিতেও দু’বার ভাবেন না। কিন্তু প্রত্যাশার বদলে অনেক সময়ই পান অবহেলা বা প্রতারণা। তবু বারবার বিশ্বাস রাখতে চান মানুষের উপর।
মীন: দ্বিতীয় স্থানে মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকারা স্বপ্নদর্শী। বাস্তবের কঠিন দিকটা এড়িয়ে চলতেই তাঁরা স্বচ্ছন্দ বোধ করেন। সবাই ভালো; এই ধারণা থেকেই সিদ্ধান্ত নেন। ফলে প্রতারণা বা সুযোগ নেওয়ার বিষয়টি বুঝতে তাঁদের অনেক দেরি হয়ে যায়। আর ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে যায়।
তুলা: তৃতীয় রাশি তুলা। তুলা রাশির মানুষেরা ঝগড়া-বিবাদ একেবারেই পছন্দ করেন না। সব কিছু মিটিয়ে নিতে চান শান্তিপূর্ণ ভাবে। সেই কারণে অনেক সময় নিজের অধিকার থেকেও সরে আসেন। কেউ তাঁদের দুর্বলতা বুঝে চাপ তৈরি করলে, তা মেনে নেওয়াই তাঁদের স্বভাব। পরে মনে কষ্ট জমে থাকলেও প্রকাশ করেন না।
বৃষ: চতুর্থ রাশি বৃষ। বৃষ রাশির মানুষ বিশ্বাস করলে পুরোপুরি করেন। একবার কাউকে আপন করে নিলে, তার খারাপ দিক দেখতেও চান না। ধৈর্য আর সহনশীলতা তাঁদের শক্তি হলেও, সেটাই অনেক সময় দুর্বলতায় পরিণত হয়। বারবার ঠকেও তাঁরা সম্পর্ক ছিন্ন করতে পারেন না।
জ্যোতিষীরা বলছেন, সারল্য খারাপ নয়। কিন্তু প্রয়োজন মতো সতর্ক থাকা জরুরি। সব মানুষের উদ্দেশ্য এক হয় না। এই চার রাশির জাতক-জাতিকাদের জন্য পরামর্শ একটাই; বিশ্বাস করার আগে একটু ভাবুন। নিজের সীমারেখা টেনে রাখুন। তা না হলে সারল্যের শাস্তি বারবারই দিতে থাকবে এই নিষ্ঠুর পৃথিবী।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।