2026 Marriage Horoscope: অবশেষে বিয়ের পিঁড়িতে, ২০২৬-এ মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধবে এই ৫ রাশি

ছাব্বিশেই ছাদনাতলায় পৌঁছবেন ৫ রাশির জাতক। কেউ মনের মানুষ খুঁজে পাবেন, কেউ আবার বাবা-মায়ের পছন্দ করা পাত্র-পাত্রীর গলাতেই মালা দেবেন। কোন কোন রাশি রয়েছে বিয়ের যোগ?

Advertisement
অবশেষে বিয়ের পিঁড়িতে, ২০২৬-এ মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধবে এই ৫ রাশিছাব্বিশে বিয়ের পিঁড়িতে কারা?
হাইলাইটস
  • ২০২৬ সালে বিয়ের যোগ রয়েছে ৫ রাশির
  • ছাদনাতলায় উঠবেন, খুঁজে পাবেন মনের মানুষ
  • কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?

আর কিছুদিনের মধ্যেই বিয়ের মরশুম শুরু হচে চলেছে। নভেম্বর-ডিসেম্বরের পাশাপাশি ২০২৬ সালের শুরুতেও অসংখ্য যুগলের চারহাত এক হতে চলেছে। রয়েছে প্রচুর বিয়ের শুভ লগ্নও। সেক্ষেত্রে এই মরশুমে কোন কোন রাশির ভাগ্যে শিঁকে ছিড়বে? ছাদনাতলায় পৌঁছবেন কোন কোন রাশির জাতকরা? 

নতুন বছরে কী অপেক্ষা করছে, তা জানতে সকলেরই আগ্রহ থাকে তুঙ্গে। সকলেই জানতে চান, নতুন বছর কেমন কাটবে। আবার কারও কারও মনে প্রিয়জনকে নিয়ে সংসার পাতার আশাও রয়েছে। অনেক সময়েই দীর্ঘদিন প্রেম করার পরও বিয়েতে নানারকমের বাঁধা আসে। কখনও বাড়ির লোকের অমত, কখনও আবার শুভক্ষণের অপেক্ষায় কিছুতেই আর পাকা কথা হয় না। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, ২০২৬ সালে মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ৫ রাশির জাতক। ফলে মালাবদল এবার কেবল সময়ের অপেক্ষা মাত্র। 

২০২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে পারেন কোন কোন রাশি?
কন্যা: ২০২৬ সালে কন্যা রাশির জাতকদের অবশেষে অপেক্ষার অবসান হবে। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য আসবে ফলে বিয়ের কথা বাড়িতে বলে ফেলতেই পারেন এরা। খুব ভাল বিয়ের যোগ রয়েছে এই রাশির জাতকদের।  আবার কন্যা রাশির জাতকরা নিজেদের মনের মানুষকেও খুঁজে পেতে পারেন আগামী বছর। তবে  এই রাশির ব্যক্তিরা একটু খুঁতখুঁতে প্রকৃতির হন। এদের সব কিছুই নিখুঁত চাই। তাই সকলের সঙ্গে এঁদের সম্পর্ক টেকে না। যদিও নতুন বছরে এমন কেউ জীবনে আসতে পারেন, যার সঙ্গে নানা স্বপ্ন দেখতে পারবেন এরা। 

মীন: মীন রাশির জাতকরা নিজের মনের মানুষকে খুঁজে পাবেন। অল্পদিনের আলাপেই সম্পর্রে গভীরতা আসতে পারে। সেই সম্পর্ক আগামী বছরই বিয়ে পর্যন্ত গড়াতে পাবে। যারা বহুদিন সম্পর্কে রয়েছেন তারা এবার বিয়ের পিঁড়িতে বসতে পারেন। 

কর্কট: ২০২৬ সালে কর্কট রাশির জাতকরা গাটছঁড়া বাঁধতে পারেন। নিজের মনের মানুষকে খুঁজে পাবেন এরা। অল্প কিছুদিনের আলাপেই মনের মিল পাবেন। নতুন বছরটা এই রাশির জাতকদের কাছে প্রেমের জন্য উপযুক্ত। 

Advertisement

বৃষ: নতুন বছরের শুরুর দিকটা একলাই কাটবে বৃষ রাশির জাতকদের। তবে সময় যত এগোবে বিয়ের যোগ বাড়বে এদের। আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই এই রাশির জাতকরা বিয়ের পিঁড়িতে বসতে পারবেন। যারা বহু দিন ধরে প্রেম করছেন, তাদের শুভ সময় আসতে চলেছে চারহাত এক হওয়ার। 

মকর: শনির রাশি হল মকর। ২০২৬ সালে এই রাশির জাতকদের জীবনে প্রেম আসবে নয়া রূপে। যারা আগে থেকেই প্রেমে রয়েছেন, তাদের পোয়াবারো। ভাগ্য খুলবে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার সুযোগ আসবে। বাবা-মায়ের পছন্দ করা পাত্র-পাত্রীকে বিয়ের সম্ভাবনা জোরাল। তবে খুঁজে পাবেন মনের মতো জীবনসঙ্গী। 

 

POST A COMMENT
Advertisement