Naturally Beautiful 5 Zodiac Signs: হাত, পায়ের আঙুল সুন্দর হয় ৫ রাশির, মুখ, চোখও হয় উজ্জ্বল

5 Zodiac Signs with Naturally Beautiful: জ্যোতিষ মতে, গ্রহের অবস্থান ও রাশিচক্রের প্রভাব মানুষের শারীরিক গঠনের উপরেও প্রভাব ফেলে। কারও আঙুল লম্বা ও ছিপছিপে, কারও আবার পায়ের গঠন সুন্দর হয়।

Advertisement
হাত, পায়ের আঙুল সুন্দর হয় ৫ রাশির, মুখ, চোখও হয় উজ্জ্বলগ্রহের অবস্থান ও রাশিচক্রের প্রভাব মানুষের শারীরিক গঠনের উপরেও প্রভাব ফেলে।
হাইলাইটস
  • গ্রহের অবস্থান ও রাশিচক্রের প্রভাব মানুষের শারীরিক গঠনের উপরেও প্রভাব ফেলে।
  • কারও আঙুল লম্বা ও ছিপছিপে, কারও আবার পায়ের গঠন সুন্দর হয়।
  • জ্যোতিষীদের মতে, এমন পাঁচটি রাশি রয়েছে, যাঁদের জাতকদের হাত পা সাধারণত সুন্দর, আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হয়।

5 Zodiac Signs with Naturally Beautiful: জ্যোতিষ মতে, গ্রহের অবস্থান ও রাশিচক্রের প্রভাব মানুষের শারীরিক গঠনের উপরেও প্রভাব ফেলে। কারও আঙুল লম্বা ও ছিপছিপে, কারও আবার পায়ের গঠন সুন্দর হয়। জ্যোতিষীদের মতে, এমন পাঁচটি রাশি রয়েছে, যাঁদের জাতকদের হাত পা সাধারণত সুন্দর, আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হয়। মুখে-চোখও খুব শার্প হয়। সৌন্দর্য পুরোপুরি ব্যক্তিভেদে আলাদা হলেও জ্যোতিষ মতে এই পাঁচ রাশির জাতকদের হাত-পা সাধারণত বিশেষভাবে নজরকাড়া হয়। তবে এটাও ঠিক যে, এই রাশিগুলিতে শুক্রের প্রভাব থাকে। সেই কারণে ব্যক্তিগত যত্ন, পরিচর্যা ও আত্মবিশ্বাস বেশি হয়। কোন কোন রাশি সেই তালিকায় রয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক। 

বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি শুক্র, যিনি সৌন্দর্য, বিলাসিতা ও শিল্পের কারক। এই রাশির জাতকদের শরীরী গঠন সাধারণত ভারসাম্যপূর্ণ হয়। হাত-পা মোলায়েম, আঙুল সুগঠিত এবং নখ পরিষ্কার ও সুন্দর হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বৃষ রাশির জাতকদের হাতের স্পর্শ আরামদায়ক এবং পায়ের গঠন বেশ আকর্ষণীয়। সাজগোজের দিকেও এঁরা সচেতন হন, ফলে সৌন্দর্য আরও ফুটে ওঠে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের অন্যতম বৈশিষ্ট্য হল তাঁদের লম্বা ও নমনীয় আঙুল। বুধের প্রভাবে এঁদের হাত অত্যন্ত চটপটে ও expressive হয়। লেখালেখি, শিল্পকলা বা সৃজনশীল কাজে এই হাতের ভূমিকা স্পষ্ট। পায়ের গঠনও হালকা ও ছিপছিপে হয়, যা তাঁদের চলাফেরায় এক ধরনের আলাদা আকর্ষণ তৈরি করে। অনেক সময় হাতের ভঙ্গিতেই মিথুন রাশির জাতকরা নজর কাড়েন।

তুলা রাশি: তুলা রাশির অধিপতিও শুক্র। ফলে এই রাশির জাতকদের সৌন্দর্যবোধ অত্যন্ত উন্নত। হাত-পায়ের গঠন সাধারণত অত্যন্ত সুষম হয়। আঙুল লম্বা, পায়ের পাতা সুন্দর বাঁকানো এবং গোড়ালি মসৃণ হয়ে থাকে। তুলা রাশির জাতকরা নিজেদের সৌন্দর্য রক্ষা করতে যথেষ্ট যত্ন নেন। ফলে বয়স বাড়লেও হাত-পায়ের সৌন্দর্য অনেকটাই বজায় থাকে।

Advertisement

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের শরীরী গঠন একটু আলাদা ধরনের হয়। হাত-পা লম্বা, আঙুল ছিপছিপে এবং পায়ের গঠন অনেক সময় মডেলদের মতো আকর্ষণীয় হয়। শনি ও ইউরেনাসের প্রভাবে এঁদের চলাফেরায় একটা স্বতন্ত্র স্টাইল থাকে। কুম্ভ রাশির জাতকদের হাত-পা অনেক সময় তাঁদের ব্যক্তিত্বের সবচেয়ে নজরকাড়া দিক হয়ে ওঠে।

মীন রাশি: মীন রাশির জাতকদের হাত-পায়ে এক ধরনের কোমলতা ও সৌন্দর্য থাকে। আঙুল নরম, পায়ের পাতা মসৃণ এবং গোটা গঠনে একটা শান্ত, মায়াবী ভাব দেখা যায়। বৃহস্পতি ও নেপচুনের প্রভাবে এই রাশির জাতকদের শরীরী ভাষায় আবেগ ও সংবেদনশীলতা ফুটে ওঠে। অনেক সময় মীন রাশির জাতকদের হাত-পা দেখেই তাঁদের শিল্পীসত্তা বা নরম মনের পরিচয় পাওয়া যায়।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement