Mangal Budh Yuti: মঙ্গল-বুধের জোরদার লাভ যোগ, দশমী থেকে ৫ রাশির সোনায় মোড়া কপাল

Mangal Budh Yuti: ২ অক্টোবর দশমীর রাতে বুধ গ্রহ গোচর করে তুলা রাশিতে প্রবেশ করেছে। যেখানে মঙ্গল গ্রহ প্রথম থেকেই তুলা রাশিতে রয়েছে। এরকম অবস্থায় মঙ্গল-বুধের যুতি থেকে লাভ যোগ তৈরি হবে। এই লাভ যোগ ২৭ অক্টোবর পর্যন্ত থাকবে।

Advertisement
মঙ্গল-বুধের জোরদার লাভ যোগ, দশমী থেকে ৫ রাশির সোনায় মোড়া কপালবুধ মঙ্গলের যুতি
হাইলাইটস
  • ২ অক্টোবর দশমীর রাতে বুধ গ্রহ গোচর করে তুলা রাশিতে প্রবেশ করেছে।

২ অক্টোবর দশমীর রাতে বুধ গ্রহ গোচর করে তুলা রাশিতে প্রবেশ করেছে। যেখানে মঙ্গল গ্রহ প্রথম থেকেই তুলা রাশিতে রয়েছে। এরকম অবস্থায় মঙ্গল-বুধের যুতি থেকে লাভ যোগ তৈরি হবে। এই লাভ যোগ ২৭ অক্টোবর পর্যন্ত থাকবে। বুদ্ধির কারক বুধ ও শক্তির কারক মঙ্গলের এই সংযোগ ১২টি রাশির ওপর বিশেষ প্রভাব ফেললেও ৫ রাশির জন্য দারুণ সুখকর হবে। 

মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল আর এই রাশির জাতকদের জন্য মঙ্গল-বুধের যুতি খুবই লাভ দেবে। এদের পরাক্রম বাড়বে। ধন-সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হবে। মানসিকতা দৃঢ় হওয়ার কারণে সঠিক নির্ণয় নিতে পারবেন। ঘর-পরিবারে সুখ-শান্তি থাকবে। কেরিয়ারে সফলতা পাবেন। 

কর্কট রাশি
গ্রহের রাজকুমার বুধের গোচরে লাভ যোগে কর্কট রাশি অনেক সুখ আসবে। পুরনো সমস্যা দূর হবে। পরাক্রম ও সাহস বাড়বে। ব্যবসা আরও ভাল হবে। অর্থলাভ হবে। সম্পত্তি থেকে লাভ পাবেন। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য মঙ্গল-বুধের যুতি সবচেয়ে বেশি লাভ দেবে। কারণ এই যোগ এই রাশিতেই হচ্ছে। আপনি গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে পারবেন, যেটা ঝুঁকিপূর্ণ হতে পারেষ ব্যক্তিত্ব বাড়বে। প্রেমের জীবন ভাল থাকবে। অর্থলাভ হবে। 

ধনু রাশি
ধনু রাশির জন্য এই লাভ যোগ অর্থ উপার্জনের সুযোগ দেবে। আপনি অনেক উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন। তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন। 

মকর রাশি
মকর রাশির জন্য মঙ্গল-বুধের যুতি ব্যবসায় লাভ দেবে। বড় কোনও অর্ডার পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন। সরকারি কর্মীরা উঁচু পদ পেতে পারেন। ব্যক্তিগত জীবন ভাল থাকবে। 

POST A COMMENT
Advertisement