Mangal Mahagochar: গুরুর নক্ষত্রে লাল গ্রহের রাজকীয় এন্ট্রি, অক্টোবরে জ্যাকপট ৩ রাশির

Mangal Mahagochar: অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রহদের সেনাপতি মঙ্গলের মহাগোচর হতে চলেছে। ১৩ অক্টোবর মঙ্গল গোচর করে গুরুর নক্ষত্র বিশাখাতে প্রবেশ করতে চলেছে।

Advertisement
গুরুর নক্ষত্রে লাল গ্রহের রাজকীয় এন্ট্রি, অক্টোবরে জ্যাকপট ৩ রাশিরমঙ্গল গোচর
হাইলাইটস
  • অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রহদের সেনাপতি মঙ্গলের মহাগোচর হতে চলেছে।

অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রহদের সেনাপতি মঙ্গলের মহাগোচর হতে চলেছে। ১৩ অক্টোবর মঙ্গল গোচর করে গুরুর নক্ষত্র বিশাখাতে প্রবেশ করতে চলেছে। গুরুকে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দাতা বলে মনে করা হয়। মঙ্গলের গুরুর নক্ষত্রে প্রবেশ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং সফলতা আসবে। মঙ্গলের গোচরে কাদের সুবিধা হবে আসুন জেনে নিই। 

মেষ রাশি
মেষ রাশির স্বামী মঙ্গল। মঙ্গলের নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের সাহস, আত্মবিশ্বাস ও আরও ভাল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছাবে। আটকে থাকা অর্থ পাওয়ার পর আর্থিক পরিস্থিতি মজবুত হবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গলের নক্ষত্র গোচর লাভ দেবে। কেরিয়ারে উন্নতি আসবে। পদ-প্রতিষ্ঠা ও সম্মান পাবেন। বিশেষ করে সরকারি ক্ষেত্র ও রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা সুবিধা পাবেন। আর্থিক লাভ হবে। 

ধনু রাশি
ধনু রাশির স্বামী স্বয়ং বৃহস্পতি গ্রহ। এরকম অবস্থায় মঙ্গলের বৃহস্পতি গ্রহের নক্ষত্রে প্রবেশ ধনু রাশির জাতকদের জন্য বাম্পার লাভ হবে। বিদেশ যাত্রা বা তীর্থে যেতে পারেন। ভাগ্যের সঙ্গ পাবেন। ধর্ম-আধ্যাত্মিকতায় রুচি বাড়বে। অর্থলাভ হবে। কাজ সম্পূর্ণ হবে। সব মিলিয়ে এই সময়টা ভাল থাকবে। 

POST A COMMENT
Advertisement