জ্যোতিষ অনুসারে সূর্য একমাস পর রাশি পরিবর্তন করে। এরই মাঝে নক্ষত্র পরিবর্তনও করে সূর্যদেব। ২৭ সেপ্টেম্বর সকালে সূর্য নক্ষত্র গোচর করে হস্ত নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে। সূর্য এখনও উত্তরাফাল্গুনি নক্ষত্রে রয়েছে। সূর্যের এই অবস্থান বদল কিছু লোকের ভাগ্য চমকাবে। পঞ্চাঙ্গ অনুসারে, সূর্য ২৭ সেপ্টেম্বর সকাল ৭টা ১৪ মিনিটে হস্ত নক্ষত্রে গোচর করে নিয়েছে। গ্রহের রাজা সূর্য সেখানে ১০ অক্টোবর পর্যন্ত বিরাজ করবে। এই সময়কালে ৩ রাশির ভাগ্য উজ্জ্বল হবে।
বৃষ রাশি
সূর্যের নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি নিজেকে খুব উৎসাহিত অনুভব করবেন। যার ফলে সব কাজ খুব দ্রুত সম্পন্ন হবে। কাজে সফলতা পাবেন। অর্থলাভ হবে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। জীবনের সব ক্ষেত্রেই ইতিবাচকতা আসবে।
কন্যা রাশি
সূর্যের নক্ষচ্র পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য সুবিধাজনক হবে। কেরিয়ারে লাভ পাবেন এঁরা। উন্নতি হবে এঁদের। ভাল খবর পেতে পারেন। আটকে থাকা অর্থ পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।
ধনু রাশি
সূর্যের হস্ত নক্ষত্রে প্রবেশ ধনু রাশির জাতকদের জন্য শুভ ফল নিয়ে আসবে। বাকি গ্রহদের অবস্থান ধনু রাশির জন্য অনুকূল পরিস্থিতি করেছে। যা আরও বেশি করে লাভ দেবে। ব্যবসায় লাভ পাবেন। যাঁরা নতুন কাজ শুরু করছেন, তাঁদের জন্য এই সময় খুবই ভাল যাবে। মান-সম্মান বাড়বে। আপনার উৎসাহ আরও বাড়বে।