Ajker Rashifal: বৃষ রাশির অবসাদ, সিংহর দাম্পত্য কলহ! জানুন আজকের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

Advertisement
বৃষ রাশির অবসাদ, সিংহর দাম্পত্য কলহ! জানুন আজকের রাশিফল           জানুন আজকের রাশিফল

Horoscope 14th May 2022: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)। 


মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

চাঞ্চল্য। বন্ধুদ্বারা ক্ষতি। পেশাগত ব্যবসায় সামঞ্জস্য থাকবে। কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।


বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

অবসাদ। শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা পাবে। অর্থনৈতিক সুবিধা বাড়বে। লেনদেনে সতর্ক থাকুন। 


মিথুন/ GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

যৌন ব্যাধি। বাণিজ্যিক কাজে গতি আসবে। কাজের সঙ্গে তাল মিলিয়ে চলুন। সুযোগের সদ্ব্যবহার করুন।
 

কর্কট/ CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

গুহ্যপীড়া। উৎসাহ বৃদ্ধি। ভ্রাতৃ বিরোধ। বাণিজ্যিক কাজ ফলপ্রসূ হবে। সব ক্ষেত্রেই মিশ্র ফল পাওয়া যাবে। 


সিংহ/ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

 দাম্পত্য কলহ। পদোন্নতি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ আসবে।বাজেট করে কাজ হবে। 


কন্যা/ VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 

চাকরির সম্ভাবনা। বিরাগভাজন। গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাবে। কর্মজীবন-ব্যবসায় ব্যবস্থা করুন। 


তুলা/ LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23) 

 জলযানে বিপদ। বাড়িতে অতিথির আগমন হতে পারে। লাভ বাড়তেই থাকবে। বাণিজ্যিক প্রচেষ্টায় মনোযোগ বৃদ্ধি পাবে। 


বৃশ্চিক/ SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

ক্ষোভ। যশ বৃদ্ধি। নতুন কাজের প্রতি আগ্রহ থাকবে। পরিকল্পনা রূপ নেবে। পরিবারের সমর্থন পাবেন। 


ধনু/ SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) 

নৈতিক অবনতি। সমৃদ্ধির যোগ। কার্য সিদ্ধি। নাম-যশ বৃদ্ধি। অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়িয়ে চলুন।


মকর / CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

প্রবাসে সাফল্য। অযথা ব্যয়। মিথ্যা অপবাদ।  বাড়িতে আত্মীয়দের আনাগোনা থাকবে। পেশাগতভাবে কাজ করবেন। 


কুম্ভ/ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

বিড়াম্বনা বৃদ্ধি। প্রণয় ভঙ্গ। তথ্য এবং যুক্তির ওপর জোর দিন।সংরক্ষণাগারের সুরক্ষা বাড়ান। গৃহ সমস্যা।
 

মীন/ PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)

প্রতিযোগিতায় সাফল্য। জ্বরাদি ভোগ। শরিকি বিবাদ।লক্ষ্যের ওপর ফোকাস রাখুন।স্মার্ট বিলম্বের নীতি গ্রহণ করুন। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement